বকরী ও উট রাসূলুল্লাহ (সাঃ) কে সেজদাহ করল
হযরত আনাস ইবনে মালিক (রাঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সাঃ) এর সাথে হযরত আবূ বকর ছিদ্দিক (রাঃ) হযরত ওমর (রাঃ) এক আনসারী একটি বাগানে গেলেন। বাগানটি ছিল অপর এক আনসারীর। সেখানে কিছু বকরী বিচরণ করছিল। বকরীগুলো রাসূলুল্লাহ (সাঃ) কে সেজদাহ করল। এ দৃশ্য দেখে হযরত আবূ বকর ছিদ্দিক (রাঃ) বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ (সাঃ) আপনার প্রতি সম্মান প্রদর্শন করা আমাদের উপর অধিক কর্তব্য। সুতরাং আমারাও আপনাকে সেজদাহ করব। তিনি বললেন আল্লাহ্ ব্যতীত অপর কাউকেও সেজদা করা ঠিক নয়। (ইমাম আহমদ ও বাজ্জার)
হযরত আব্দুল্লাহ ইবনে জাফর (রাঃ) বর্ণনা করেন রাসূলুল্লাহ (সাঃ) এক বাগানে তাশরীফ আনলেন। সেখানে একটি অবাধ্য উট ছিল। কেউ বাগানে প্রবেশ করলে অমনি তাকে আক্রমণ করে বসত। রাসূলুল্লাহ (সাঃ) উটটিকে কাছে ডাকলে সে নিকটে এসে তাঁকে সেজদাহ করে সম্মুখে বসে গেল। রাসূলুল্লাহ (সাঃ) ওটার নাকে রশি লাগিয়ে বললেনঃ আসমান ও জমিনের নাফরমান জ্বীন ও ইনসান ছাড়া ওপর সকল প্রাণীই বিশ্বাস করে যে, আমি আল্লাহ্র রাসূল। (মুসলিম আবু দাউদ)
উপরোক্ত বহুল আলোচিত হাদিসটি আবূ নোয়াইম, বায়হাকী, হাকীম, ইমাম আহমদ দারিমী এবং বাজ্জার হতেও বর্ণিত হয়েছে।