প্রথম খলিফার ভাষণ
হযরত আবু বকর (রা.) প্রথম খলিফা নির্বাচিত হওয়ার পর মসজিদে নব্বীতে অনেক লোকের সভায় দন্ডয়মান হয়ে ভবিষ্যৎ কর্মপদ্ধতির ব্যাপারে জনসাধারণকে অবগতি করে হামদ ও সানার পর বলেন, মুসলিম সাম্রাজ্যের ভাইগণ ! আমি আপনাদের একজন সেবক । যে গুরুদায়িত্ব আমর উপরে আজ অর্পিত হল তা যথাযথভাবে পালন করতে আমি আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করি ।
আমি যতদিন আল্লাহ ও রাসুলের আদেশ এবং নির্দেশ মোতাবে চলি ততদিন আপনারা আমাকে সমর্থন করবেন । যদি পথভ্রষ্ট হয়ে যাই, যদি কখন সত্যপথ থেকে দূরে সরে যাই, তখন আপনারা আমার ভুল সংশোধন করে দেবেন । আমার শাসনকে অমান্য করবেন । মুসলিম সম্রাজ্যের সর্বপ্রথম খলিফার এ ভাষণের মাধ্যমে জনসাধারণের অধিকার প্রথম স্বীকৃত হয়েছে । এর মাধ্যেই গণতন্ত্রের মূল কথা ধ্বনিত হয়ে উঠেছে । সিরিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য হুকুম দিয়েছেন হযরত মুহাম্মদ (সা.) এর ইন্তেকার এর কিছু দিন আগে । তখন সিরিয়ার সৈন্যরা মুতা নামক স্থানে অনেক মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করেছিল ।
হযরত মুহাম্মদ (সা.) পরম স্নেহাস্পদ যায়েদ বিন হারেস এখানে শহীদ হয়েছিলেন । যায়েদের কিশোর পুত্র উসামাকে তিনি এ অভিযানের নেতৃত্ব অর্পণ করেছিলেন । এ অভিযান খুব শীঘ্রই বাধাপ্রাপ্ত হল । হযরত মুহাম্মদ (সা.) হঠাৎ অসুস্থ হয়ে পড়েলেন । তাকে নিয়েই সবাই তখন ব্যস্ত । সুতরাং যুদ্ধ যাত্রা আপাতত স্থাগিত করা হল ।