পিতার হাতে পুত্রের কুরবানী-২য় পর্ব
পিতার হাতে পুত্রের কুরবানী-১ম পর্ব পড়তে এখানে ক্লিক করুন
হযরত ইব্রাহীম (আঃ) পুত্রকে নিয়ে রওয়ানা করলেন। ইতোমধ্যে শয়তান এসে বিবি হাজেরাকে বলল, তোমার পুত্র ইসমাইল কোথায় গিয়েছে? হাজেরা বললেন, তার পিতার সঙ্গে দাওয়াতে গিয়েছে। শয়তান বলল, সমস্ত মিথ্যা কথা, তোমার স্বামী পুত্রকে কুরবানী করার জন্য আল্লাহ তা’য়ালার আদেশ পেয়েছেন। সে মর্মে ইসমাইলকে কুরবানী করার জন্য এক নিভৃত স্থানে নিয়ে যাচ্ছে। বিবি হাজেরা মানুষের ছুরতধারী শয়তানকে বললেন, যদি আল্লাহ তা’য়ালা কুরবানীর মাধ্যমে ইসমাইলকে কবুল করেন তবে আলহামদুলিল্লাহ্। এতে আমার উদ্বিগ্ন হবার কোন কারন নেই। শয়তান যখন এখানে কোন সুবিধা করে উঠতে পারল না তখন হযরত ইব্রাহীম (আঃ) এর নিকট গিয়ে পিছন থেকে ইসমাইল (আঃ) – কে বলল, ইসমাইল! তুমি কোথায় যাচ্ছ? ইসমাইল (আঃ) বললেন, আমি পিতার সঙ্গে দাওয়াতে যাচ্ছি। শয়তান বলল দাওয়াত ঠিক আছে কিন্তু কোন খাবার দাওয়াত নয়। আল্লার তা’য়ালার নির্দেশে তোমাকে কুরবানী করার দাওয়াত। একটু পরে তোমার গলায় ছুরি চালিয়ে আল্লাহর নামে কুরবানী করা হবে। হযরত ইসমাইল (আঃ) তখন বললেন, আল্লাহ তা’য়ালা যদি আমার কুরবানী মঞ্জুর করে থাকেন তবে আমার ধন্য কপাল। এতে আপত্তির কোন কারন নেই। অতঃপর তিনি পিরাত সম্বোধন করে বললেন, হে পিতা! পিছন থেকে কে যেন বলছে, আপনি আমাকে কুরবানী করার জন্য নিভৃত স্থানে নিয়ে যাচ্ছেন। তখন হযরত ইব্রাহীম (আঃ) বললেন, শয়তান তোমার সাথে প্রতারণা করছে। তুমি ওর প্রতি সাতখণ্ড পাথর নিক্ষেপ কর। হযরত ইসমাইল (আঃ) পিতার আদেশ অনুসারে সাতখণ্ড পাথর নিক্ষেপ করলেন। শয়তান দূরীভূত হল। এই পাথর নিক্ষেপ হজ্জ আদায়ের জন্য একটি জরুরি শর্ত অ ছুন্নাত হিসেবে গণ্য করা হয়েছে।
হযরত ইব্রাহীম (আঃ) মীনার এক নিভৃত স্থানে গিয়ে থামলেন এবং পুত্রকে বললেন, হে প্রিয় বৎস! আমি চার রাত ধরে স্বপ্নযোগে কুরবানী করার আদেশ পেয়ে আসছি। আমি সে পরিপ্রেক্ষিতে ছয়শত উট কুরবানী করেছি। শেষবারে আমার প্রিয় সন্তানকে কুরবানী করার আদেশ পেয়ে তোমাকে আল্লাহর নামে কুরবানী করার উদ্দেশ্যে এখানে নিয়ে এসেছি। হযরত ইসমাইল (আঃ) পিতার মুখে এ কথা শুনে বললেন, আলহামদুলিল্লাহ্। আল্লাহ তা’য়ালার এরূপ নির্দেশ আমার জন্য সৌভাগ্যের দ্বার খুলে দিয়েছেন। আমাকে আল্লাহ তা’য়ালা কবুল করেছেন। এ জন্য আমি অত্যন্ত আনন্দিত। আপনি এ কাজ সমাধার ক্ষেত্রে আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন। আপনি আর বিলম্ব না করে আল্লাহ তা’য়ালার আদেশ অনুসারে কাজ আরম্ভ করুন।
হযরত ইব্রাহীম (আঃ) বললেন, ইহা আমি কিভাবে সমাধা করব? ইসমাইল (আঃ) তদুত্তরে বললেন, প্রথমে আপনি আমার হাত পা বেধে নিন। পরবর্তীতে আমাকে বিপরীত দিকে কাতকরে শোয়ায়ে নিন। যে আপনি সরাসরি আমার মুখমণ্ডল না দেখেতে পান। তার পর আমার গলদেশে ছুরি চালান করুন। এতে আপনি অবশ্যই কৃতকার্য হবেন। তৃতীয়ত আমার রক্তে ভেজা কাপড় গুলো আমার আম্মার কাছে পৌঁছে দিবেন। তিনি এগুলো দেখে আল্লাহর রেজাবন্দির উপর খুশি থাকবেন এবং আমার কথা স্মরণ করে কিছুটা স্বস্তি লাভ করবেন। কারণ তার আর কোন সন্তান নেই যার দিকে তাকিয়ে তিনি স্বস্তি লাভ করতে পারেন।
সূত্রঃ কুর আনের শ্রেষ্ঠ কাহিনী