দেব মূর্তির পেট থেকে নবুওয়তের আগাম সংবাদ

জুবাইর ইবনে মুতইম থেকে বাজ্জার, আবূ নোয়াইম ও ইবনে আসআদ বর্ণনা করেন, তিনি রাসূলুল্লা (সাঃ) এর নবুওয়ত প্রাপ্তির পূর্বেই একটি ঘটনা উল্লেখ করে বলেন, বাওয়ানা নামক স্থানে আমরা একটি দেব-মূর্তির সামনে বসা ছিলাম।

\আমরা একটি উট জবাই করে তার নামে উৎসর্গ করালাম। হঠাৎ ঐ মুর্তির পেট থেকে মানব কন্ঠের শব্দ শোনা গেল। কে যেন বলে উঠল, খবরদার! তোমরা সাবধান হও। বড়ই আশ্চর্য বিষয়  হল, ইতোপূর্বে জ্বীন সম্প্রদায় আকাশ ও সৌরজগতের খবরাখবর চুরি করে সংগ্রহ করতে পারত, কিন্তু এখন সেই পথ বন্ধ হয়ে গেছে। কেননা, বর্তমানে আল্লাহ পাকের ওহী অবতণ শুরু হয়েছে।

সংবাদ চুরি করতে গেলে জ্বীনদের উপর এখন অগ্নিখণ্ড নিক্ষিপ্ত করা হয়।  কেননা, মক্কায় আহমদ নামে একজন নবী জন্মগ্রহণ করেছেন। তিনি মদীনার পথে হিজরত করবেন।

জুবাইর বলেন, আমরা এ সকল কথা শুনে অত্যন্ত আশ্চার্যান্বিত হলাম। উপরোক্ত ঘটনার কিছুদিন পরই রাসূলুল্লাহ (সাঃ) এর নবুওয়ত প্রাপ্তির সংবাদ পাওয়া গেল।

You may also like...

দুঃখিত, কপি করবেন না।