তিবরিস্তানে একখণ্ড মেঘে কালেমা শাহাদাত লেখা

ঐতিহাসিকরা লিখেছেন, তিবরিস্তানে একদল লোক বাস করতো, তারা লা-ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহু লা-শারিকা লাহু বলতো কালেমার দ্বিতীয় অংশ বলত না।

একবার প্রচণ্ড গরমের মৌসুমে একটি অবাক করা ঘটনা ইমামুল মুহাদ্দিছিন যুহরি (রাঃ) বলেন, হিশাম ইবনে আবদুল মালেকের কাছে যাওয়ার উদ্দেশ্যে আমি ঘর থেকে বের হয়েছিলাম। বালকা নামক জায়গায় পৌঁছে একটি পাথর দেখতে পেলাম। সে পাথরে হিব্রু ভাষায় কিছু লেখা রয়েছে।

আমি পাথরটি তুলে হিব্রু ভাষা জানে এরকম একজনকে দেখালাম। তিনি পাথরের লাখা পড়ে হাসতে লাগলেন। তারপর বললেন, এখানে লেখা রয়েছে, বেইছমিকা আল্লা-হু জা’আল হাক্কু মির রাব্বিকা বিলছানি আরাবী মুবিনূন। লা-ইলাহা ইল্লাল্লা-হু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কুতুবুহ।

অর্থাৎ হে আল্লাহ তোমার নামে শুরু করছি। সত্য তার সম্পর্কে রব এর পক্ষ অর্থাৎ হে আল্লাহ তোমার নামে শুরু করছি। সত্য তার সম্পর্কে রব এর পক্ষ থেকে সুষ্পষ্ট আরবী ভাষায় এসেছে। লা-ইলা-হা ইল্লাল্লা-হু মুহাম্মদুর রাসূলুল্লা-হ। আল্লাহ ব্যতীত কোন মা’বূদ নেই মুহাম্মাদ আল্লাহর তাঁর রাসূল।

You may also like...

দুঃখিত, কপি করবেন না।