
এক যে ছিলো কুকুর। সে কুকুরের ডিম খেতে ভালোবাসত।
একবার সে ঘুরতে ঘুরতে ডিমের মতো দেখতে কঠিন আবরন যুক্ত একটি ঝিনুক দেখে সেটা ডিম মনে করে মুখে পুরে গপ্ করে গিলে ফেললো।
ফলে কিছুক্ষন পরে তার পেটে দারূন যন্ত্রনা শুরু হয়ে গেল। কুকুরটা তখন ভাবল, যেমন বুদ্ধি আমার ডিমের মতো দেখতে অন্য জিনিসকে ডিম মনে করে খেয়ে ফেলেছি আমি। আর তার ফলেই আমার পেটের যন্ত্রনা হচ্ছে!
উপদেশ: উপরটা চকচকে দেখলেও ভালো করে যাচাই না করে গ্রহণ করতে নেই।