জ্যোতিষী

এক দেশে এক জ্যোতিষী ছিল । কিছুদিনের মধ্যেই সে বেশ ভালোই পয়সা জমিয়ে তুলল ।বহুলোকের বর্তমান ও ভবিষ্যত সে গুণে বলে দিয়েছে । এমন সময় একটা লোক এসে তাকে বলল-কারা যেন তার ঘরের দরোজা ভেঙে তার জিনিসপত্র সব লুঠ করে নিয়ে গেছে । কথাটা শুনেই জ্যোতিষী চিৎকার করে এক লাফে উঠে ছুটল তার বাড়িতে কী ঘটছে তাই দেখতে । পাশের একটা লোক অমনি তাকে বলে উঠল-অন্য লোকের কি ঘটতে যাচ্ছে তা নাকি তুমি গণনা করে বলতে পারো-কিন্তু নিজের দুর্ভগ্যের কথা তুমি আগে থেকে জানতে পারো না ?
উপদেশ : পরের ভবিষ্যৎ জানার আগে নিজেরটাও জানা উচিত ।

দুঃখিত!