জ্বিনদের আক্রমণ থেকে মহিলারা খোদায়ী হেফাজত

বর্ণনায় হযরত হাসান বিন হুসাইন (রহঃ) একবার আমি রুবাইয়া বিন মুয়াজ এক মহিলা সাহাবী (রাঃ)-এর কাছে কিছু জানার জন্য গিয়েছিলাম। সেই সময় তিনি আমাকে বলেন- একবার আমি আমার বসার ঘরে বসেছিলাম। এমন সময় দেখলাম, আমার ঘরের ছাদ ফেটে গেল এবং উট কিংবা গাঁধার মতো কোনও জন্তু আমার উপর এসে পড়ল। ওই রকম কালো আর ভয়ঙ্কর কোনও জন্তু আমি আমার জীবনে আর দেখিনি। জন্তুটি আমার কাছাকাছি আসতে এবং ধরতে চাইছিল। কিন্তু তার পিছনে পিছনে একটি চিরকুট (কাগজের টুকরো) এল। জন্তুটা সেই চিরকুট খুলে পড়ল। তাতে লেখা ছিল- من رب عكب الى عكب اما بعد: فلا سبيل لك علي المراة الصالحة بنت الصالحين

আকব-এর প্রভূর পক্ষ থেকে আকব-এর উদ্দেশ্যঃ পর সমাচার এই যে তোমার জন্য নেককার পিতামাতার পুণ্যবতী কন্যার উপর কোনও রকম দুর্ব্যবহার অনুমোদন নেই।

চিরকুটটি পড়ার পর জুন্তুটি যেখান থেকে এসেছিল সেখান থেকে বের হয়ে গেল। আমি তার বের হয়ে যাওয়া দেখছিলাম।

হযরত হাসান বিন হুসাইন (রহঃ) বলেন- এরপর তিনি আমাকে সেই চিরকুটটি দেখান, যেটি তখনও তাঁর কাছে মওজুদ ছিল।

You may also like...

দুঃখিত, কপি করবেন না।