জ্বিন যখন ষ্টোনম্যান

বর্ণনায় হযরত আবূ মাইসারাহ হারানী (রহঃ) মদীনা শরীফের একটা কুয়ার দখলদারী সংক্রান্ত বিবাদ নিয়ে কাযী মুহাম্মাদ বিন গিলাসাহর আদালতে একবার হাজির হয় একদল জ্বিনও মানুষ।

আবূ মাইসারাহ কে প্রশ্ন করা হয়, জ্বিনরা কি মানুষের সামনেও এসেছিল? উনি বলেন, সামনে আসেনি বটে, তবে মানুষরা ওদের কথাবার্তা শুনেছিল। কাযী সাহেব সবকিছু বিচার-বিবেচনার পর এই রায় ঘোষণা করেন যে- সংশ্লিষ্ট কুয়ো থেকে মানুষের সূর্যোদয়ের পর থেকে সূর্যাস্ত থেকে ফজর হওয়া পর্যন্ত।

এই ঘটনার বর্ণনাকারী বলেছেনঃ মানুষের মধ্যে কেউ যদি সূর্য ডোবার পর ওই কুয়ো থেকে পানি নিত, তবে তার উপর পাথর পড়ত।

You may also like...

দুঃখিত, কপি করবেন না।