খুঁটির কান্না
মসজিদে নববী নির্মাণ হওয়ার পর রাসুলুল্লাহ (সাঃ) একটি খেজুরের খুঁটিতে হেলান দিয়ে খুৎবা পাঠ করতেন। বছর খানেক পর লোকজন অধিক সংখ্যক হওয়াতে খুৎবা পাঠের সময় মুসল্লিগণ রাসুলুল্লাহ (সাঃ) কে দেখতে পান না। তাই বনি নাজ্জারের জনৈকা মহিলা গাবা নামক বন হতে এক প্রকার ঝাউ গাছের কাঠ দ্বারা রাসুলুল্লাহ (সাঃ) এর জন্য তিন সিঁড়ি বিশিষ্ট একটি মিম্বর তৈরি করলেন। মহিলাটির নাম ছিল আয়েশা। প্রথম হিজরীতে এ মিম্বর তৈরি করা হয়। যখন রাসুলুল্লাহ (সাঃ) মিম্বরে দাঁড়িয়ে খুৎবা দিতে লাগলেন তখন খেজুরের খুঁটি পেছন হতে কাঁদতে আরম্ভ করল। রাসুলুল্লাহ (সাঃ) মিম্বর হতে অবতরণ করে উক্ত খুঁটিকে জড়িয়ে ধরলেন এবং তাকে সান্ত্বনা দিতে লাগলেন। খেজুরের খুঁটি (উস্তনে হান্নান) কিছুতে ক্রন্দন বন্ধ করতেছেন না। অতঃপর রাসুলুল্লাহ (সাঃ) বললেন, হাশরের দিন তোমাকে আমার সঙ্গে রাখব, তারপর তাঁর ক্রন্দন বন্ধ হল এবং তাকে কাফন পরিয়ে মিম্বরের পাশেই দাফন করা হল।
হযরত রাসুলে কারীম (সাঃ) বলেছেন আমার হুজরা এবং এ মিম্বরের মাঝখানের স্থানটুকু বেহেশতের টুকরা (রিয়াজুল জান্নাত) বর্তমানে সে হুজরাতে তাঁর রওজা শরীফ।