কোলাকুলি

গোপালের এই কথায় অপরজন একটু অবাক হয়ে গিয়েও তার প্রস্তাবে সায় দিল। দুজন আবার একে অপরকে কোলাকুলি করল। এবার গোপাল তাঁর পকেটে থাকা এক টাকাটি ফিরিয়ে দিল এবং অপরজনও তার টাকাটা ফিরিয়ে দিল। তারা পরস্পরের খুচরো পয়সাগুলি শেয়ার করে নিলো।

এই ঘটনা থেকে এক বিশেষ শিক্ষা পাওয়া যায়—যতই ক্ষুদ্র বা সস্তা কিছুই হোক না কেন, সৎভাবে ফিরিয়ে দেওয়া এবং পরস্পরের মধ্যে বিশ্বাস ও সহযোগিতা তৈরি করা, বন্ধুত্বের মূল কথা। তবে এই ছোট ঘটনা মাঝে মাঝে হাস্যকর ও জীবনধর্মী উপাদান হিসেবে বিবেচিত হয়, বিশেষ করে যখন একে অন্যের কাছ থেকে কিছু অপ্রত্যাশিতভাবে নেয়া এবং পরে তা সৎভাবে ফিরিয়ে দেয়ার মাধ্যমে বন্ধুত্বের মাধুর্য প্রকাশ পায়।

স্বার্থপর দৈত্য

মজার গল্প মশা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *