কবর আযাবের তিনটি ঘটনা সম্পর্কে প্রত্যক্ষদর্শীদের বিবরণ
এক. প্রায় ত্রিশ বছর আগের কথা। পাঁচ দিন আগে দাফন করা এক ব্যক্তির লাশ উত্তোলন করে ময়না তদন্তের প্রয়োজন দেখা দেয়। একজন মেডিকেল অফিসারের সহকারী হিসাবে আমি ও সেখানে গেলাম। কোর্ট মিঠুন এলাকায় বাইরের দিকে এক কবরস্থানে লোকটিকে দাফন করা হয়েছিল। আমাদের সাথে পুলিশ ছিল এবং কবর খনন করার জন্য দুইজন শ্রমিক নিয়োগ করা হয়েছিল।
লোকটির কবর খনন করার পর দেখা গেল, বড় বড় পিঁপড়ার মত বহু পোকা কবরটি পরিপূর্ণ নিচের দিকে দেখা যাচ্ছে, সাপ এবং বিচ্ছু। এ ভয়াবহ দৃশ্য দেখে একজন শ্রমিক বেহুঁশ হয়ে পড়ল এবং সন্ধ্যায় সে মৃত্যু বরণ করলো। বহুক্ষণ চেষ্টার পর নিচে আংটাযুক্ত রশি ফেলে লাশ কবর থেকে বাইরে বের করা হল।
দুই. ফরেনসিক মেডিসিনের একজন ডাক্তার ছিলেন একজন বন্ধু। নানা কারণে কবর থেকে লাশ উত্তোলনের জন্য তিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন। তিনি বলেছেন, এক জায়গায় একটি লাশ উঠিয়ে কবর অন্যত্র কবর দেয়ার প্রয়োজন দেখা দেওয়ায় কবর খনন করা হল। মৃতু ব্যক্তির আত্মীয়-স্বজনের উপস্থিতিতে কবর খনন করা হল, কবর খনন করার পর থেকে এমন বিশ্রী দুর্গন্ধ আসতে লাগলো যে, মৃত ব্যক্তির আত্মীয়-স্বজন ছুটে পালিয়ে গেল। তাছাড়া কবরে এমন কয়েকটি সাপ দেখা গেল যেসব সাপ দুনিয়ায় দেখা যায় না। সারাদিন অপেক্ষা করার পরও দুর্গন্ধ কমলো না। অবশেষে লাশ উত্তোলনের চিন্তা বাদ দিয়ে কবরে মাটি চাপা দেওয়া হল।
তিন. পাকিস্তানের মংলা বাঁধ নির্মাণের সময় মাটি খনন করা হচ্ছিল। এক জায়গায় দেখা গেল, একজন মানুষের লাশ। সে লাশের মুখে একটি সাপ বসে লাশের মুখে দংশন করছে। ভয়াবহ এই দৃশ্য উপস্থিত সবাই দেখেছে। একজন লোক অজু করে মহান আল্লাহর জিকির করল এবং দোয়া দুরুদ পাঠ করলো। সেই লাশের শাস্তি মাফ করার জন্য মহান আল্লাহর কাছে আবেদন জানালেন। কিছুক্ষণ পর সাপটি উধাও হয়ে গেল। মংলা বাঁধ নির্মাণের কাজে দায়িত্ব পালনকারী ইঞ্জিনিয়ার আমাকে বিস্তারিত ঘটনা জানিয়েছেন।
সূত্রঃ চোখে দেখা কবরের আযাব