ওহুদ পাহাড়ে রাসূলুল্লাহ (সাঃ) এর সাথে তিন খলীফা

হযরত আনাস বিন মালেক (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলে করীম (সাঃ) একদা ওহুদ পাহাড়ের উপর আরোহণ করলেন। তাঁর সাথে হযরত আবূ বকর ছিদ্দিক (রাঃ) ও হযরত ওমর (রাঃ) এবং হযরত ওসমান (রাঃ) ও ছিলেন।

এমন সময় পাহাড়ের কম্পন শুরু হলে রাসূলুল্লাহ (সাঃ) স্বীয় কদম মোবারক দ্বারা পাহাড়ের গায়ে আঘাত করে বললেনঃ হে ওহুদ শান্ত হও। হে ওহুদ! তোমার উপর একজন নবী একজন ছিদ্দিক ও দু’জন শহীদ আরোহণ করেছেন। অর্থাৎ নবী হলেন স্বয়ং রাসূল (সাঃ) ছিদ্দিক হলেন হযরত আবূ বকর ছিদ্দিক এবং দুই শহীদ হলেন হযরত ওমর ও হযরত ওসমান (রাঃ)।

আল্লাহ্‌র রাসূল (সাঃ) সেদিনের ভবিষ্যদ্বানী পরবর্তীতে বাস্তবে রূপ লাভ করেছিল। অর্থাৎ হযরত ওমর (রাঃ) এক অগ্নিপুজকের হাতে এবং হযরত ওসমান বিদ্রোহীদের হাতে শাহাদাত বরণ করেন। (বুখারী শরীফ)

You may also like...

দুঃখিত, কপি করবেন না।