এই হালখাতা ব্যাপারটা হরিদাসের একটা পার্বণ৷ সুদাম যখন ছোট, তখন হরিদাস সবাইকে নিয়ে সকালবেলা গঙ্গায় যেত৷ নিম — হলুদ বাটা মাখতে হত গায়ে৷ সুদামের দিদি ছিল শ্যামলা ও একটু বেশি করে গায়ে ঘষত৷ সুদামকে বলত, একটু ফর্সা লাগে নারে ভাই! বাড়ি ফিরে শত্রু বলি দিতে হত৷ শত্রুবলি মানে, একটা মানুষের দেহ আঁকতে হত কাঠকয়লা দিয়ে৷ তারপর ওই মানুষটার মুখে একটা কাঁচা আম বসিয়ে দিয়ে একটা কাটারি হাতে নিয়ে মম্তর পড়তে হত — জলের শত্রু ফলের শত্রু দূর যা৷ আমার শত্রু দূর যা৷ কোপ কোপ কোপন, শত্রু হল নিধন৷ এবার আমটাকে কোপ মেরে দু ভাগ করতে হত৷ বাড়িতে বামুন এসে গণেশ পুজো দিত, সেই গণেশ মাথায় করে দোকানে যেত৷ আগের দিন সারা দুপুর ধরে নারকেল কুরে সন্দেশ বানানো৷ দোকানের হালখাতায় যারা আসত, তাঁদের একটা করে নারকোলের সন্দেশ৷ পরে, সেই সঙ্গে নিমকি, লবঙ্গলতিকা, এই সব৷ কাগজের বাক্সে৷ ক্যালেন্ডারও হয়েছিল কয়েক বছর৷ রাধাকৃষ্ণের যুগল মূর্তি, কিংবা গৌরনিতাই ৷ কিংবা জগন্নাথদেব৷ স্থানীয় লোকজন ছাড়াও শেয়ালদার পাইকাররাও আসত৷ হালখাতা এখনও হয়৷ গত বছরও হয়েছিল৷ সুদামের ছেলেটার খুব উৎসাহ৷ দোকানে বসে থাকে৷ ওর দাদুর সঙ্গে খুব ভাব৷ দাদু ওকে কোকের বোতল দেয়, চিপসের প্যাকেটও৷
এখন দোকানে লোকজন হয় না৷ স্থানীয় কিছু বুড়ো, আর বাড়ির কাজের মেয়েরা, যারা ঝাঁটা ব্যবহার করে৷ ওরা একটা করে লাড্ডু নিয়ে যায়৷ জন্মাষ্টমীর দু’দিন আগে সুদামের ছেলে জন্মায়৷ সিজার করতে হয়েছিল৷ সুদামের বাবার কী রাগ৷ কেন সিজার করে বাচ্চা পেট থেকে বের করা হল? আর দুটো দিন পরেই তো জন্মাষ্টমীর দিনে জন্মাত৷ এরপর হরিদাসের গোঁ, নাতির নাম রাখবে শ্রীকৃষ্ণের নামে কানাই৷ হার্গিস না৷ এসব নাম চলে নাকি? হরিদাস কৃষ্ণের নামেই রাখবে৷ সুদাম একজনকে ফ্ল্যাট কিনিয়ে দিয়েছিল, বাংলা পড়ায়, কলেজে৷ ওকে বলেছিল কৃষ্ণ বোঝায় এমন একটা ঝিনচ্যাগ নাম বেছে দিতে৷ সে বলেছিল, পার্থসারথি চলবে? তেমন ঝিনচ্যাগ হল না, কিন্তু কানাই, গোপাল, কুঞ্জবিহারীর চেয়ে ভাল৷ হরিদাস যদিও গোপাল বলেই ডাকে৷ স্কুলে পার্থসারথি৷ ইংলিশ মিডিয়ামে পড়ে৷ আর দুটো রাইস দাও বলে মাকে৷ রাস্তায় যেতে যেতে সুদামও ছেলেকে ইংরেজি শিখিয়েছে৷ কুকুর দেখে ভৌ ভৌ বললে সুদাম বলেছে, ওটা ডগ৷ গরুকে হাম্বা বললে সুদাম বলেছে, ওটা কাউ৷ পাড়ায় নতুন গজানো হনুমান মন্দিরের ঠাকুরকে দেখে ছেলে জিজ্ঞাসা করেছিল, ওটা কি মাংকি বাবা? এসব ফেস করেছে সুদাম৷ ছেলে এখন ফোর৷ ভাল ইস্কুল৷ গাড়ি আসে৷ টিফিনে স্যান্ডুইচ ৷ সব দালালি করেই হয়েছে৷ বাবার দোকান থেকে ইলেকট্রিক খরচাটাও হয় না৷ বলে বলে হাল্লাক হয়ে গেছে বাবা উনুন হটাও, ঝাঁটা হটাও, নিয়ে এসো জ্যাম — জেলি — সস — পেস্ট্রি ৷ নিয়ে এসো কর্নফ্লেক্স’, চিজ — পনির — বাটার ৷ শ্যাম্পু, লিপস্টিক, ন্যাপকিন৷ দেখছ না সূর্যতোরণ — আকাশ প্রদীপ — ছায়ানীড়…৷ কোনও কথাই কানে যায় না৷ স্ত্রী বিয়োগের পর একটু যেন পাগলাটে হয়ে গেছেন হরিদাস৷
সাপ্লাই লাইনে কিচাইন লেগেছে৷ অনেক রকম দাদা৷ মাল্লু দিতে হয়৷ দালালি লাইনেও কম্পিটিশন৷ নতুন নতুন ছেলেরা আসছে৷ সবার পেছনেই খুঁটি৷ ঝামেলা চলছে৷ একদিন বেশ বড় রকমের গণ্ডগোল৷ গুলিও চলল৷ কেউ মারা যায়নি৷ একজনের পায়ে লেগেছিল৷ সুদামকে ধরে নিয়ে গেল পুলিস৷ হাজতে পুরল৷ পুলিস বাড়িতে এলো সার্চ করতে৷ এ বাড়িতে পিস্তল খুঁজতে এসেছে৷ পিস্তল৷ এখানে পিস্তল? এ বাড়িতে গৌরনিতাই, তুলসী গাছ৷ মুড়ি — বাতাসা, কন্ঠিমালা৷ পুলিস খাটের তলা দেখে, শুধু সুদামের ঘর কেন, হরিদাসের ঘরেও৷ গৌরনিতাইয়ের সিংহাসনের তলাতেও লাঠি ঘোরায়৷ বলে আসন সরাও, কিছুই পায় না, কিন্তু সেই দিনই শুয়ে পড়ে হরিদাস, কথা বন্ধ৷ ছেলে হাজতে৷ সুবলের বউ খেতে ডাকে, ওঠে না, ধাক্কা দেয়, সাড়া দেয় না, পাশের বাড়ির লোক ডাকে, তারপর হাসপাতাল, জানা যায় সেরেব্রাল স্ট্রোক৷ দোকানটা এখন সুদামের৷ বাবার দেওয়া জয়নিতাই ভাণ্ডারের ‘জয়’টা রেখেছে, নাম দিয়েছে এনজয়৷ সিমেন্ট বালি সাপ্লাইয়ের খতরনাক কাজটা ছেড়ে দিয়েছে৷ দালালিটা রেখেছে৷ একটা ফ্ল্যাট বেচতে পারলেই টু পার্সেন্ট ৷ মানে তিরিশ লাখে ফ্ল্যাট বেচলে ষাট হাজার টাকা৷ এনজয়টাই অফিসঘর৷ দোকানে হরেক আইটেম৷ কেক পেস্ট্রি বার্গার ওধারে, এপাশে টিস্যু পেপার, নানা ধরনের ন্যাপকিন, কসমেটিক’৷ এ ছাড়া সি ডি — ও৷ নানা ধরনের সি ডি ৷ কেউ এসে তিনটে আঙুল তুলে দেখালে সুদাম একটা থ্রি এ’ দিয়ে দেয়৷ সুদামের বাবা হরিদাস হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিল৷ বাঁ দিকটা প্যারালিসিস হয়ে যায়৷ তারপর আয়া, ফিজিওথেরাপি, একগাদা টাকা বেরিয়ে গেছে৷
এখন হাতে লাঠি নিয়ে একটা পা টেনে একটু একটু হাঁটতে পারে৷ কিছুদিন আগে একটা গাড়িতে বহুত কষ্ট করে চাপিয়ে দোকানটা দেখাতে এনেছিল সুদাম৷ গৌরনিতাইয়ের ছবিটা একই জায়গায় আছে দেখে খুশি হয়েছিল৷ মাথা ঘুরিয়ে দোকানটা দেখছিল৷ সুদাম জিজ্ঞাসা করেছিল, ভাল হয়েছে তো বাবা? হরিদাস ঘাড় নাড়িয়েছিল৷ ওটা হ্যাঁ নাকি না, বোঝা যায়নি৷ ট্র্যাডিশনটা নষ্ট করেনি সুদাম৷ ঝাঁটাও রাখে৷ ‘ডাস্টার’ও বলে কেউ কেউ৷ পালকের ঝাড়ু আছে গাড়ি ঝাড়ার, কম্পিউটার ডাস্টারও, আর ফুলঝাড়ুগুলো ঘাসের নয়, নরম প্লাস্টিকের৷ হালখাতাও করে৷ নতুন খাতাটা নিয়ে কালীঘাট যায় সকালে৷ গত বছরই তো প্রথম হালখাতাটা হল৷ গণেশ পুজোও হয়েছিল৷ অন্যবারের মতো শত্রুবলিটাও হয়েছিল৷ শত্রুবলির রিচুয়ালটা করতে পার্থর খুব মজা লাগে৷ একটা এনিমি এঁকে ওর মুখের ওপর কাঁচা আম খ্যাচাৎ, তোমার এনিমিও ফিনিশ৷ সত্যি সত্যি কী হয় এসব? এগুলোকে বলে সুপারস্টেশন৷ দাদু যেমনভাবে নিত্যানন্দ প্রভু দাদুর পায়ে টাচ দিয়েছিল বলে দাদু হাঁটতে পারছে৷ তবে নিয়মিত ওষুধ খায়৷ প্রেসারটা বেশি৷ গতবার ক্যালেন্ডারও করল সুদাম৷ অন্যরকম৷ ক্যালেন্ডারের লোক ক্যাটালগ নিয়ে এসেছিল৷ গোপিনীদের বস্ত্রহরণই সিলে’ করেছিল সুদাম৷ আট বস্ত্রহীনা গোপিনী লজ্জাস্থান আড়াল করছে ৷
এই তো আবার বৈশাখ মাস আসছে৷ এবার ভাল প্যাকেট করবে৷ দোকানটা খুব চলছে৷ সুদাম বাড়িটা সাজিয়ে নিয়েছে৷ নিজের একটা প্রাইভেট ঘর৷ ওখানে কম্পিউটার, ছোট টিভি, চেয়ার — টেয়ার৷ স্কুলে সি বি এস সি — র সিট পড়েছে৷ পার্থর ছুটি৷ পার্থর মায়ের ভুরু দুটো নাকি কেমন সেকেন্ড ব্র্যাকেটের মতো হয়ে গেছে৷ ও দুটোকে ফার্স্ট ব্র্যাকেটের মতো বানাতে গেছে৷ পার্থ ওর বাবার ঘরে ঢুকে কম্পিউটার অন করে৷ গুগুল খুলে ‘কৃষ্ণ’ সার্চ দিয়ে একটা সাইট খোলে৷ ওখানে সব ছবি৷ দু’হাতে একটা পাহাড়কে উঠিয়ে ধরেছে, সাপের ফণার ওপর দাঁড়িয়ে নাচ্ছে, দু’হাতে বকের দুই ঠোঁট ফাঁক করে চিরে দিচ্ছে কৃষ্ণ…৷ দাদুকে ডাকে পার্থ, টেনে নিয়ে যায়৷ দ্যাখো দাদু দ্যাখো…৷ পার্থ ওর দাদুকে দেখাতে থাকে ননীচোরা গোপাল, ঝুলন, রাসের ছবি৷ দাদু বলে, তুই এত কিছু শিখে গেছিস গোপাল আমার…৷ পার্থ বলে, আরও কত কী জানি৷ এই দেখো না, তোমার নাম লিখছি, কতরকম অক্ষর, এই দ্যাখো– বড় করে দিচ্ছি, ছোট করে দিচ্ছি৷ সিডি চালাব? সিনেমা দেখবে? —স্বপ্নময় চক্রবর্তী