একজন জান্নাতী মানুষ

সত্যিকারের জান্নাতী ব্যক্তি— অন্তরের পবিত্রতা

হযরত আনাস (রা.) বর্ণনা করেন—

আমরা একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে বসা ছিলাম। হঠাৎ তিনি বললেন, “এখন তোমাদের সামনে একজন জান্নাতী ব্যক্তি উপস্থিত হবে।”

কিছুক্ষণ পর আনসারদের মধ্য থেকে এক ব্যক্তি এলেন। তাঁর দাঁড়ি থেকে ওযুর পানি ঝরছিল, আর বাম হাতে তিনি নিজের জুতো ধরে ছিলেন।

পরদিনও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একই কথা বললেন, “এখন তোমাদের সামনে একজন জান্নাতী ব্যক্তি আসবে।”

আমরা দেখলাম, আগের দিনের সেই একই ব্যক্তি আবারও এলেন।

তৃতীয় দিনও নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) একই কথা বললেন, এবং এবারও সেই একই ব্যক্তি উপস্থিত হলেন।

আবদুল্লাহ ইবনে আমরের অনুসন্ধান

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা শুনে আবদুল্লাহ ইবনে আমর ইবনে আ’স (রা.) ভাবতে লাগলেন— “এই ব্যক্তির বিশেষ কী আমল রয়েছে, যার জন্য তিনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন?”

তিনি সেই ব্যক্তির পিছু নিয়ে বললেন,

“আমি আমার পিতার সাথে ঝগড়া করেছি এবং তিন দিন তাঁর কাছে না যাওয়ার শপথ করেছি। তুমি কি আমাকে এই কদিন তোমার সাথে থাকতে দেবে?”

লোকটি বললেন, “ঠিক আছে, থাকো।”

তিন রাতের পর্যবেক্ষণ

আবদুল্লাহ (রা.) সেই ব্যক্তির সাথে তিন রাত কাটালেন।

কিন্তু তিনি তো রাতে তাহাজ্জুদের জন্য ওঠেন না! শুধু ঘুম থেকে জাগ্রত হলে পাশ ফিরে আল্লাহর যিকর করতে থাকেন, আর ফজরের সময় উঠে নামায আদায় করেন।

তিনি কারও সম্পর্কে কোনো মন্দ কথা বলেন না, কাউকে নিয়ে সমালোচনা করেন না।

প্রশ্ন ও উত্তরের মাধ্যমে সত্য প্রকাশ

তিন রাত কাটানোর পর আবদুল্লাহ ইবনে আমর (রা.) বললেন,

“হে আল্লাহর বান্দা! আসলে আমার ও আমার পিতার মাঝে কোনো ঝগড়া হয়নি। আমি শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তিন দিন তোমার সম্পর্কে বলতে শুনেছি— ‘এখন তোমাদের সামনে একজন জান্নাতী ব্যক্তি আসবে’। আর তিনবারই তুমি এসেছো! তাই আমি তোমার সান্নিধ্যে থেকে জানতে চেয়েছিলাম, এমন কী বিশেষ আমল আছে, যা তোমাকে এই মর্যাদায় পৌঁছে দিয়েছে?”

লোকটি বললেন, “তুমি যা দেখেছ, এর বেশি কিছুই নেই।”

আবদুল্লাহ (রা.) যখন ফিরে আসতে লাগলেন, তখন লোকটি ডেকে বললেন,

“তবে একটা বিষয় আছে— আমি আমার অন্তরে কোনো মুসলমানের জন্য প্রতারণা বা বিদ্বেষ পোষণ করি না। আর আল্লাহ যাকে যে নিয়ামত দিয়েছেন, তাতে কখনো হিংসাবোধ করি না।”

এ কথা শুনে আবদুল্লাহ (রা.) বললেন,

“এই গুণই তোমাকে সেই মর্যাদায় পৌঁছে দিয়েছে!”

(উৎস: মুসনাদ আহমদ, হাদিসঃ ১২৬৯৭)

প্রতিকার

জাবনার পাত্রে কুকুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *