হযরত আবু বকর রাদিয়াল্লাহু তা’আলা আনহুর স্ত্রীর একটু মিষ্টি খেতে অনেক দিনের অভিলাষ। পয়সা তো নেই! তাই খলিফা যা আনেন তা থেকে একটু একটু করে বাঁচিয়ে বাঁচিয়ে কষ্ট করে করে কিছু পয়সা যুগিয়ে একদিন মিষ্টি আনবেন… খলিফাকে বললেন, ‘একটু মিষ্টি আন।’ আল্লাহর নীতিতে বিশ্বাসী খলিফা আবু বকর (রাঃ) স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, ‘এ বাড়তি পয়সাটুকু তুমি কোথায় পেয়েছো?’ স্ত্রী বললেন, ‘প্রতিদিনে তুমি যা আন তা থেকে একটু করে বাঁচিয়ে বাঁচিয়ে এইটুকু রাখলাম।’ আবু বকর (রাঃ) বললেন, ‘সর্বনাশ! তাহলে তো বুঝা গেলো রাষ্ট্রকর্ম থেকে আমার এতটুকু না হলেও চলে…আজ থেকে আমি এটুকু নেবো না।’ আর ওই বাড়তি টাকা গুলো তিনি রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে দিলেন। রাজনীতি আল্লাহর হলে রাজনীতিকরা কেমন হয়, রাষ্ট্রপতিরা কেমন হয়- এই ঘটনা হল সেটার একটা নমুনা… —-[মুফতি কাজী মোঃ ইব্রাহিমের অসাধারণ খুতবা ‘ধর্ম যার যার, রাজনীতি আল্লাহর’ থেকে]
Categories
সত্য রহস্য
এক প্রকৃত রাষ্ট্রপ্রধানের স্বরূপ
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তা’আলা আনহুর স্ত্রীর একটু মিষ্টি খেতে অনেক দিনের অভিলাষ। পয়সা তো নেই! তাই খলিফা যা আনেন তা থেকে একটু একটু করে বাঁচিয়ে বাঁচিয়ে কষ্ট করে করে কিছু পয়সা যুগিয়ে একদিন মিষ্টি আনবেন… খলিফাকে বললেন, ‘একটু মিষ্টি আন।’ আল্লাহর নীতিতে বিশ্বাসী খলিফা আবু বকর (রাঃ) স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, ‘এ বাড়তি পয়সাটুকু তুমি কোথায় পেয়েছো?’ স্ত্রী বললেন, ‘প্রতিদিনে তুমি যা আন তা থেকে একটু করে বাঁচিয়ে বাঁচিয়ে এইটুকু রাখলাম।’ আবু বকর (রাঃ) বললেন, ‘সর্বনাশ! তাহলে তো বুঝা গেলো রাষ্ট্রকর্ম থেকে আমার এতটুকু না হলেও চলে…আজ থেকে আমি এটুকু নেবো না।’ আর ওই বাড়তি টাকা গুলো তিনি রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে দিলেন। রাজনীতি আল্লাহর হলে রাজনীতিকরা কেমন হয়, রাষ্ট্রপতিরা কেমন হয়- এই ঘটনা হল সেটার একটা নমুনা… —-[মুফতি কাজী মোঃ ইব্রাহিমের অসাধারণ খুতবা ‘ধর্ম যার যার, রাজনীতি আল্লাহর’ থেকে]