উহুদ যুদ্ধে শহীদের দেহ বহু বছর পরও নিখুঁত পাওয়া গেছে
মুয়াত্তা ইমাম মালিক কিভাবে বর্ণিত হয়েছে যে, হযরত আমর ইবনে জামুহ এবং আব্দুল্লাহ ইবনে আমর (রাঃ)-এর কবর পানির স্রোতে ভেঙ্গে গেল । তাঁরা উভয়েই আনসারী সাহাবী ছিলেন এবং উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন । তাঁদের উভয়কে এক কবরে দাফন করা হয়েছিল । যখন পানিতে কবর ভেঙ্গে গেল, তখন অন্য স্থানে দাফন করার জন্য তাঁদের কবর খোদাই করা হলে দেখা গেল, তাঁদের দেহে সামান্য পরিবর্তনও আসে নাই । মনে হচ্ছিল, যেন কালই মৃত্যুবরন করেছেন । এ ঘটনাটি ঊহুদ যুদ্ধে সংঘটিত হওয়ার ছিচল্লিশ বছর পর প্রকাশ পায় । হযরত মুয়াবিয়া (রাঃ)- স্বীয় রাজত্বকালে মদিনা শরিফে যখন নহর খনন করতে মনস্থ করলেন, তখন এ প্রবাহ পথে উহুদের কবরস্থান পড়ল ।
হযরত মুয়াবিয়া (রাঃ) ঘোষণা করে দিলেন, যেন সংশ্লিষ্ট প্রতোকে নিজ নিজ আত্মীয়-স্বজনদের লাশ স্থান্তরিত করে ফেলে । এ লক্ষ্যে যখন বের করা হল, তখন লাশগুলো সম্পূর্ণ অক্ষত ও তরু-তাজা মনে হচ্ছিল । ঠিক তখনই আর একটি ঘটনা ঘটলো । তাহলো, খননকার্য চলাকালে অলক্ষ্যে হযরত হামযা (রাঃ) এর কদম মুবারকে কোদাল লেগে গিয়ে তৎক্ষণাৎ রক্ত প্রবাহিত হতে লাগলো । এ ঘটনা উহুদ যুদ্ধের পঞ্চাশ বছর পরের । (মুখছাতার তাজকিরাতুল কুরতুবি)
হযরত আমিরে মু’আবিয়ার শাসনামলে উহুদ প্রান্তরের তলদেশে যখন নহর খনন করা হয়, তখন আব্দুল্লাহ ইবনে ওমর (রাঃ) এবং আমর ইবনে জামুহ (রাঃ) –এর লাশ সম্পূর্ণ নিরাপদ অবস্থায় পাওয়া গেছে । লাশ উত্তোলনকালে তাঁদেরকে স্বীয় ক্ষতস্থানের ওপর হাত চেপে ধরে রাখা অবস্থায় পাওয়া যায় । কেউ ক্ষতস্থান থেকে তাঁদের সেই হাতগুলো সরিয়ে দিলে তৎক্ষণাৎ ক্ষতস্থান থেকে রক্ত প্রবাহ শুরু হয় এবং কালবিলম্ব না করে সেই হাত গুলো আবারো সেই ক্ষতস্থানটি সজোরে চেপে ধরে ।
উহুদ যুদ্ধের শহীদগণ ছাড়া আরো কপিতয় আকাবিরে উম্মত সম্পর্কে জীবন চরিত্র ও ইতিহাসের গ্রন্থাদি দ্বারা প্রমাণিত যে, দাফনের বহু বছর পর দেখা গেছে, তাঁদের দেহে কোন বিকৃতি ঘটে নাই । আম্বিয়ায়ে কিরাম সম্পর্কে তো হাদিসের অকাট্য সিদ্ধান্ত আছে যে, তাদের দেহকে মাটি ভক্ষন করতে পারবে না । তবে কোন উম্মতকেও যদি আল্লাহ তা’য়ালা এই মর্যাদায় ভূষিত করেন, তবে তাও তাঁর রহমত ও কুদরতের পক্ষে অসম্ভবের কিছু নয় । প্রখ্যাত কুর’আন ব্যাখ্যাকার, নামকরা হাদিস বিশারদ ও খ্যাতনামা ঐতিহাসিক আল্লামা ইবনুল জাওযী (রঃ) তাঁর স্বরচিত সুপ্রসিদ্ধ ও আনুবাদগ্রন্থ ‘আল মুনতাজাম’ নামক কিতাবে আলোচ্য বিষয়ে অনেকগুলো বিরল ঘটনা সংকলন করেছেন ।