উম্মতের মধ্যে বিলাসিতার অগ্রিম সংবাদ
হযরত জাবের (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন। অতি শ্রীঘ্র আমার উম্মতের লোকেরা উত্তম বা দামী বিছানা পত্র বিছাতে শুরু করবে, ঐ ভবিষ্যদ্বানী কিছু দিন পরই প্রতিফলিত হল। প্রথম দিকে সাহাবায়ে কেরাম নেহায়েত দৈন্য দশার দিন গুজরান করেছেন।
পরবর্তীতে তাদের মধ্যে অর্থ বিত্তের প্রাচুর্য দেখা দিল। এ হাদীসের বর্ণনা কারী স্বয়ং হযরত জাবের (রাঃ) এর ঘরে দামী বিছানা পত্র ছিল। তার স্ত্রী এ সকল দামী বিছানা পত্র বিছাতে লাগলে তিনি এ বলে বারণ করতেন যে, রাসূলে পাক (সাঃ) ভবিষ্যদ্বানী করেছিলেন যে, আমার উম্মতের মধ্যে দামী বিছানা- পত্রের প্রচলন শুরু হবে।
জাবেরের স্ত্রী বলতেন, রাসূলুল্লাহ (সাঃ) যখন ভাল বিছানায় বসার ভবিষ্যদ্বানী করেছেন, সুতরাং তদানুযায়ী তা করা আমাদের উচিৎ। কেননা, তা আল্লাহ্ তা’আলার এনাম।