
একদিন এক ঈগল ভুলবশত বনমুরগীর বাসায় একটি ডিম পেড়ে গেল। বনমুরগী সেই ডিমে তা দিল। কিছুদিন পর ডিম ফুটল, আর বাচ্চাগুলোর মধ্যে জন্ম নিল একটি ঈগলের ছানা।
কিন্তু সে বেড়ে উঠল বনমুরগীর মতো। মুরগীদের মতো হাঁটত, তাদের মতো ডাকত। উড়তে পারত না, কারণ কখনো উড়ার চেষ্টাই করেনি।
একদিন সে আকাশের দিকে তাকিয়ে দেখল, এক বিশাল ঈগল ডানা মেলে দুর্বার গতিতে উড়ে যাচ্ছে। বিস্মিত হয়ে সে জিজ্ঞাসা করল, “ওটা কে?”
বনমুরগীরা উত্তর দিল, “ওটা ঈগল। অসাধারণ পাখি! তুমি দেখতে ওর মতো হলেও, তুমি বনমুরগী হয়ে গেছ। কখনো ওর মতো হতে পারবে না।”
ঈগলের বাচ্চা এই কথা বিশ্বাস করল এবং কখনোই উড়ার চেষ্টা করল না।
এভাবেই কেটে গেল তার পুরো জীবন।
একসময় সে মারা গেল—জন্মেছিল আকাশ জয় করার জন্য, অথচ তা সে জানতেই পারল না!
শিক্ষণীয় বিষয়:
বেশিরভাগ মানুষ অসীম ক্ষমতা নিয়ে জন্মায়, কিন্তু সমাজের বাধা ও ভুল বিশ্বাসের কারণে তা কাজে লাগাতে পারে না। আসুন, আমরা অধিকাংশের মতো না হয়ে ব্যতিক্রম হওয়ার চেষ্টা করি। স্বপ্ন দেখি, নিজের আসল সামর্থ্য খুঁজে বের করি, এবং সাহস করে আকাশ ছুঁতে শিখি!