আল্লাহর রাস্তায় বের হওয়ার বরকত

আমাদের মাওলানা সাহেব দ্বীনের দাওয়াতের কাজে বছরের জন্য একটি জামাতের সাথে আফ্রিকায় গেলেন। তার অনুপস্থিতিতে তার স্ত্রী গুরুতর অসুস্থ হয়ে গেলেন। তার রোগ নিরাময় হওয়ার মত ছিল না। মৃত্যু ছিল অনিবার্য। আফ্রিকায় মাওলানা সাহেবকে চিঠি লিখে তার স্ত্রীর অসুখের কথা জানানো হল এবং দুয়া করতে বলা হল।

চিঠি পাওয়ার পর মাওলানা সাহেব স্ত্রীর সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করলেন। দোয়ার বরকতে চিঠি লেখার এক সপ্তাহ পর মহিলা ধীরে ধীরে সুস্থ হতে লাগলেন। এক বছর পর ফিরে এসে মাওলানা সাহেব দেখলেন, তার স্ত্রীর স্বাস্থ্য আগের চেয়ে আরো সুন্দর হয়েছে। একজন চিকিৎসক হিসেবে আমি জানি, মাওলানা সাহেবের স্ত্রী সম্পূর্ণ মহান আল্লাহর সাহায্যেই সুস্থ হয়েছেন। তার রোগ চিকিৎসায় ভালো হওয়ার মত ছিল না। কেউ যদি সে রোগে বেঁচেও যায় তবে তাকে সারা জীবনের স্ত্রী পঙ্গু হননি। দুয়া কবুল হওয়ার কারণেই এরকম অসম্ভব সম্ভব হয়েছে।

You may also like...

দুঃখিত, কপি করবেন না।