আব্দুল্লাহ ইবনে আব্বাস খলিফাদের পিতা

হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) থেকে হযরত আবু নাঈম (রাঃ) বর্ণনা করেন, একদা আমার মাতা উম্মুল ফজল রাসূলুল্লাহ (সাঃ) এর সম্মুখে দিয়ে যাচ্ছিলাম। রাসূলুল্লাহ (সাঃ) তাঁকে ডেকে বললেন, হে উম্মে ফজল! তোমার গর্ভে একটি ছেলে সন্তান জন্ম লাভ করবে। জন্ম গ্রহণের পর তাঁকে আমার নিকট নিয়ে এসো।

উম্মে ফজল বলেন, আমার গর্ভে একটি সন্তান জন্মগ্রহণ করল এবং আমি তাঁকে নিয়ে রাসূলুল্লাহ (সাঃ) এর খেদমতে উপস্থিত হলাম। তিনি তার ডেকে ডান কানে আজান এবং বাম কানে তাকদ্বীর দিলেন। অতঃপর স্বীয় মুখের পবিত্র লালা নিয়ে তার মুখে দিয়ে তার নাম রাখলেন আব্দুল্লাহ।

অনন্তর আমাকে বললেন, খলিফাদের পিতাকে নিয়ে যাও। আমি তথা হতে ফিরে এসে ঘটনা হযরত আব্বাস (রাঃ) কে জানালাম। তিনি রাসূলুল্লাহ (সাঃ) এর খেদমতে উপস্থিত হয়ে এতদ বিষয়ে জানতে চাইলে রাসূলুল্লাহ (সাঃ) বললেন, যথার্থ! আবদুল্লাহ ইবনে আব্বাস খলীফাদের পিতাই বটে।

উক্ত হাদীসে রাসূলুল্লাহ (সাঃ) এর ভবিষ্যদ্বাণী করলেন যেকালে হযরত আব্বাসের খান্দানে বহু খলীফা বা বাদশাহ হবে। এর এ ভবিষ্যদ্বাণীটি পূর্ণ হয়েছে। পরবর্তীকালে আব্বাসীয় খলিফারা প্রায় পাঁচশ বছর পর্যন্ত রাজ্য শাসন করেছেন।

আরো পড়তে পারেন...

কয়েকটি বিশেষ ধরনের বেদআত

হযরত মাওলানা মুহেব্বুদ্দিন ছিলেন হাজী এমদাদুল্লাহ মক্কী (রহঃ)-এর খলীফা। তিনি কাশফওয়ালা বুযুর্গ ব্যক্তি ছিলেন। একদিন…

মানুষ বেশে জিব্রাইল

হযরত আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, আমরা রাসূল করীম (সাঃ) এর দরবারে বসা ছিলাম। হঠাৎ…

মুসলিম পরিচয় প্রদানকারী কয়েকজন দুবৃত্ত সম্পর্কে আগাম সতর্কবাণী

হযরত আবু ছাইদ খদরী (রাঃ) বর্ণনা করেন, আমরা রাসূলুল্লাহ (সাঃ) এর সম্মুখে উপস্থিত ছিলাম। রাসূলুল্লাহ…

আব্দুল্লাহ ইবনে আব্বাস খলিফাদের পিতা

হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) থেকে হযরত আবু নাঈম (রাঃ) বর্ণনা করেন, একদা আমার মাতা উম্মুল ফজল রাসূলুল্লাহ (সাঃ) এর সম্মুখে দিয়ে যাচ্ছিলাম। রাসূলুল্লাহ (সাঃ) তাঁকে ডেকে বললেন, হে উম্মে ফজল! তোমার গর্ভে একটি ছেলে সন্তান জন্ম লাভ করবে। জন্ম গ্রহণের পর তাঁকে আমার নিকট নিয়ে এসো।

উম্মে ফজল বলেন, আমার গর্ভে একটি সন্তান জন্মগ্রহণ করল এবং আমি তাঁকে নিয়ে রাসূলুল্লাহ (সাঃ) এর খেদমতে উপস্থিত হলাম। তিনি তার ডেকে ডান কানে আজান এবং বাম কানে তাকদ্বীর দিলেন। অতঃপর স্বীয় মুখের পবিত্র লালা নিয়ে তার মুখে দিয়ে তার নাম রাখলেন আব্দুল্লাহ।

অনন্তর আমাকে বললেন, খলিফাদের পিতাকে নিয়ে যাও। আমি তথা হতে ফিরে এসে ঘটনা হযরত আব্বাস (রাঃ) কে জানালাম। তিনি রাসূলুল্লাহ (সাঃ) এর খেদমতে উপস্থিত হয়ে এতদ বিষয়ে জানতে চাইলে রাসূলুল্লাহ (সাঃ) বললেন, যথার্থ! আবদুল্লাহ ইবনে আব্বাস খলীফাদের পিতাই বটে।

উক্ত হাদীসে রাসূলুল্লাহ (সাঃ) এর ভবিষ্যদ্বাণী করলেন যেকালে হযরত আব্বাসের খান্দানে বহু খলীফা বা বাদশাহ হবে। এর এ ভবিষ্যদ্বাণীটি পূর্ণ হয়েছে। পরবর্তীকালে আব্বাসীয় খলিফারা প্রায় পাঁচশ বছর পর্যন্ত রাজ্য শাসন করেছেন।