আবূ হোরায়রা (রাঃ)-এর মায়ের ইসলাম গ্রহণ

আবূ হোরায়রা (রাঃ) বলেন, আমার মা ছিলেন, পৌত্তলিক। আমি তাকে ইসলাম গ্রহণের অনুরোধ করতাম তিনি আমার কথা উপেক্ষা করতেন। একদিন ইসলাম গ্রহণ করতে বলায় রাসূলুল্লাহ (সাঃ) এর নামে আজেবাজে কথা বললেন, আমি কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহ (সাঃ) এর কাছে গেলাম এবং sমায়ের হেদায়েতের জন্য তাঁকে দোয়া করার জন্য বললাম।

রাসূলুল্লাহ (সাঃ) বললেন, হে আল্লাহ আবূ হোরায়রার মাকে হেদায়েত দাও। রাসূলুল্লাহ (সাঃ) এর দোয়া শুনে আমি খুশি মনে ঘরে ফিরে এলাম। দেখি ঘরের দরজা বন্ধ। গোছলখানা থেকে পানি ব্যবহারের শব্দ পাওয়া যাচ্ছিল। মাকে ডাকলাম।

তিনি বললেন, অপেক্ষা করো আমি গোছল করছি। গোছল শেষে বাইরে এসে মা কালেমা তাইয়েবা পাঠ করেলন। আনন্দে কাঁদতে কাঁদতে পুনরায় রাসূলুল্লাহ (সাঃ) এর কাছে গেলাম এবং তাঁকে মায়ের ইসলাম গ্রহণের কথা জানালাম। রাসূলুল্লাহ (সাঃ) খুশী হলেন এবং মহান আল্লাহর শোকরগুজারি করলেন।

আরো পড়তে পারেন...

ড. মুহম্মদ শহীদুল্লাহ

ড. মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রাচ্যের অন্যতম শ্রেষ্ঠ মনীষী, শিক্ষাবিদ, ভাষাবিদ, লেখক, গবেষক ও সমাজ সংস্কারক।…

অপু ও ফলচুরি রহস্য

মহানগরের কোলাহলের মাঝে, ব্যস্ত জনপথের কিছুটা দূরে একফালি সবুজ ল্যান্ডস্কেপ । সদ্য গড়ে ওঠা আবাসন…

ভালুক ও কাঠবিড়ালী

কবি কাজী নজরুল ইসলামের ‘খুকি ও কাঠবিড়ালী’ কবিতাটি কম-বেশি সবাই পড়েছে। এ কবিতাটির কারণেই ছোট্ট…

আবূ হোরায়রা (রাঃ)-এর মায়ের ইসলাম গ্রহণ

আবূ হোরায়রা (রাঃ) বলেন, আমার মা ছিলেন, পৌত্তলিক। আমি তাকে ইসলাম গ্রহণের অনুরোধ করতাম তিনি আমার কথা উপেক্ষা করতেন। একদিন ইসলাম গ্রহণ করতে বলায় রাসূলুল্লাহ (সাঃ) এর নামে আজেবাজে কথা বললেন, আমি কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহ (সাঃ) এর কাছে গেলাম এবং sমায়ের হেদায়েতের জন্য তাঁকে দোয়া করার জন্য বললাম।

রাসূলুল্লাহ (সাঃ) বললেন, হে আল্লাহ আবূ হোরায়রার মাকে হেদায়েত দাও। রাসূলুল্লাহ (সাঃ) এর দোয়া শুনে আমি খুশি মনে ঘরে ফিরে এলাম। দেখি ঘরের দরজা বন্ধ। গোছলখানা থেকে পানি ব্যবহারের শব্দ পাওয়া যাচ্ছিল। মাকে ডাকলাম।

তিনি বললেন, অপেক্ষা করো আমি গোছল করছি। গোছল শেষে বাইরে এসে মা কালেমা তাইয়েবা পাঠ করেলন। আনন্দে কাঁদতে কাঁদতে পুনরায় রাসূলুল্লাহ (সাঃ) এর কাছে গেলাম এবং তাঁকে মায়ের ইসলাম গ্রহণের কথা জানালাম। রাসূলুল্লাহ (সাঃ) খুশী হলেন এবং মহান আল্লাহর শোকরগুজারি করলেন।