আবূ লাহাবের স্ত্রীর চোখে পর্দা

সূরা লাহাব অবতীর্ণ হওয়ার পর আবূ লাহাবের স্ত্রী একটি পাথর নিয়ে রাসূলুল্লাহ (সাঃ) এর প্রতি নিক্ষেপের উদ্দেশ্যে ছুটে এলো। মহিলার নাম ছিল উম্মে জামিল। রাসূলুল্লাহ (সাঃ) সে সময় আবূ বকর (রাঃ) এর সাথে বসেছিলেন।

মহান আল্লাহ আবূ লাহাবের স্ত্রী উম্মে জামিলের চোখের সামনে পর্দা ফেলে দিলেন। ফলে সে রাসূলুল্লাহ (সাঃ) কে দেখতে পেলো না। উম্মে জামিল আবূ বকরকে জিজ্ঞেস করলো তোমার সাথী কোথায়? আমি শুনেছি তিনি আমার নামে নিন্দা করেছেন।

আমি যদি তাকে দেখতে পেতাম, তবে এ পাথর তার মুখে নিক্ষেপ করতাম। একথা বলে উম্মে জামিল সেখান থেকে চলে গেল (বায়হাকি)

আরো পড়তে পারেন...

ড. মুহম্মদ শহীদুল্লাহ

ড. মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রাচ্যের অন্যতম শ্রেষ্ঠ মনীষী, শিক্ষাবিদ, ভাষাবিদ, লেখক, গবেষক ও সমাজ সংস্কারক।…

অপু ও ফলচুরি রহস্য

মহানগরের কোলাহলের মাঝে, ব্যস্ত জনপথের কিছুটা দূরে একফালি সবুজ ল্যান্ডস্কেপ । সদ্য গড়ে ওঠা আবাসন…

ভালুক ও কাঠবিড়ালী

কবি কাজী নজরুল ইসলামের ‘খুকি ও কাঠবিড়ালী’ কবিতাটি কম-বেশি সবাই পড়েছে। এ কবিতাটির কারণেই ছোট্ট…

আবূ লাহাবের স্ত্রীর চোখে পর্দা

সূরা লাহাব অবতীর্ণ হওয়ার পর আবূ লাহাবের স্ত্রী একটি পাথর নিয়ে রাসূলুল্লাহ (সাঃ) এর প্রতি নিক্ষেপের উদ্দেশ্যে ছুটে এলো। মহিলার নাম ছিল উম্মে জামিল। রাসূলুল্লাহ (সাঃ) সে সময় আবূ বকর (রাঃ) এর সাথে বসেছিলেন।

মহান আল্লাহ আবূ লাহাবের স্ত্রী উম্মে জামিলের চোখের সামনে পর্দা ফেলে দিলেন। ফলে সে রাসূলুল্লাহ (সাঃ) কে দেখতে পেলো না। উম্মে জামিল আবূ বকরকে জিজ্ঞেস করলো তোমার সাথী কোথায়? আমি শুনেছি তিনি আমার নামে নিন্দা করেছেন।

আমি যদি তাকে দেখতে পেতাম, তবে এ পাথর তার মুখে নিক্ষেপ করতাম। একথা বলে উম্মে জামিল সেখান থেকে চলে গেল (বায়হাকি)