আবরাহা কর্তৃক কা’বা গৃহ ধ্বংসের পরিকল্পনা-পর্ব ৫
আবরাহা কর্তৃক কা’বা গৃহ ধ্বংসের পরিকল্পনা-পর্ব ৪ পড়তে এখানে ক্লিক করুন
আপনি একাকী গেলে খুবই হালকা দেখায়। আবদুল মোত্তালেব বললেন, আমি কা’বা গৃহ রক্ষার কোন প্রস্তাব নিয়ে তার নিকট যাচ্ছি না। আমি তার দেশের কতিপয় লোকের বিরুদ্ধে একটি অভিযোগ পেশ করার জন্য যাচ্ছি। অতএব এ ক্ষেত্রে আমার একাকী যাওয়াই বাঞ্চণীয়। দূত আর তার প্রতিবাদ না করে তার সঙ্গে চলল।
কিছুক্ষণের মধ্যে তারা গিয়ে আবরাহার বিশাল বাহিনীর সম্মুখিন হল। আবদুল মোত্তালেবকে তারা একাকি দেখে অবাক হল এবং অতি সহজেই আবরাহার সম্মুখে নিয়ে তাকে হাজির করল। আবরাহা প্রথমে তাকে জিজ্ঞেস করল, আপনি কি উদ্দেশ্যে আমার নিকট এসেছেন? আবদুল মোত্তালেব বললেন, আমি আপনার দরবারে একটি নালিশ পেশ করার জন্য এসেছি।
গত বছর আপনার দেশ থেকে কতক লোক কা’বা জিয়ারতের নাম দিয়ে এখানে এসে আমাদের দেশ থেকে চুরি করে একশত উট নিয়ে গেছে। এতে আমার দেশের অনেক লোক খুবই বিপদগ্রস্ত হয়ে পড়েছে।
এখন আমি সে উটগুলি ফেরত পাওয়ার জন্য আপনার নিকট আবেদন করছি। আবরাহা আবদুল মোত্তালেবের কথা শুনে বলল, আপনার আর কিছু বলার আছে? আবদুল মোত্তালেব বললেন, না আমার আর কিছু বলার নেই।
আবরাহা বলল, আমি রাজধানীতে ফিরে আপনার একশত উট ফেরত দিবার ব্যবস্থা করব। আজকে আপনার আগমন সম্বন্ধে আমার ধারণা ছিল আপনি আমাকে কা’বা গৃহ ধ্বংস করার পরিকল্পনা বন্ধ করার অনুরোধ করবেন।
আবরাহা কর্তৃক কা’বা গৃহ ধ্বংসের পরিকল্পনা-পর্ব ৬ পড়তে এখানে ক্লিক করুন