আদম (আঃ)- এর দেহাভ্যন্তরে ইবলীসের প্রবেশের চেষ্টা

আবদুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন অভিশপ্ত ইবলীস হযরত আদম (আঃ) এর দেহ পিঞ্জরাভান্তরে প্রবেশ করে নাভি পর্যন্ত গিয়ে পৌঁছে। কিন্তু আদম (আঃ) এর দেহ পিঞ্জরে ভীষণ উত্তাপের কারণে সে বের হয়ে আসে।

এতে আদমের প্রতি আযাযীলের হিংসা বিদ্বেষ ও শত্রুতা ক্রমান্বয়ে বেড়ে যায় এবং আদম (আঃ)-এর দেহ পিঞ্জরের উপর থুথু ফেলে চলে আসে। জিব্রাইল (আঃ) আল্লাহর নির্দেশে দেহ পিঞ্জর থেকে ইবলীসের থুথু নিয়ে তা থেকে কুকুর সৃষ্টি করেন।

হযরত ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি বললেন, রাসূলুল্লাহ (সাঃ) এর পবিত্র রুহ আরশে অবস্থান করে তসবীহ পাঠ করছিল, তখন  রাসূলুল্লাহ (সাঃ) এর ঘামের ফোঁটা সেখান থেকে টপকে ঐ স্থানে পড়ে যেখানে এখন তার শেষ বিশ্রামস্থল হয়েছে।

আল্লাহর আদেশে জিব্রাইল (আঃ) সেখানকার মাটিতে মেশক-আম্বর মিশিয়ে সুগন্ধযুক্ত করে তা আদম (আঃ)-এর মুখমণ্ডলে মেখে দেন। এর ফলে আদম (আঃ)-এর চেহারার নূর দ্বিগুন বৃদ্ধি পায়। 

You may also like...

দুঃখিত, কপি করবেন না।