আগুনের জিঞ্জির

কাফন চোর বলছে, একবার আমি একটি কবর খনন করে দেখলাম, মৃত ব্যক্তির ভয়ংকার কালো চেহারা। তাঁর হাত পায়ে আগুনের শিকল পরানো এবং তাঁর মুখ দিয়ে রক্ত এবং পুঁজ বের হচ্ছে, আর তা এতই দুর্গন্ধ যে, বেহুঁশ হবার অবস্থা। এ ভীতিজনক অবস্থা দেখে আমি পালানোর জন্য পা বাড়ালাম। এমন সময় লাশ কথা বলতে শুরু করল। আমাকে বলল, তুমি পালাতে চাও? শোন, আমাকে কোন গুনাহের জন্য এ শাস্তি দেওয়া হচ্ছে? আমি মুর্দার কথা শুনে সোজা হয়ে দাঁড়িয়ে গেলাম।

সমস্ত সাহস একত্রিত করে কবরের কাছে গেলাম। যখন কবরের কাছে উঁকি দিলাম, দেখলাম আযাবের ফেরেস্তা লাশের ঘাড়ে আগুনের শিকল পরিয়ে বসিয়ে রেখেছে। আমি লাশকে জিজ্ঞাসা করলাম, তুমি কে? সে জবাব দিল আমি অমুকের ছেলে অমুক। কিন্তু আফসোস! আমি মদ পান করতাম এবং জেনা করতাম। এ অবস্থায় আমার মৃত্যু হয়। আর এখন এর আযাব ভোগ করছি।

Written By

More From Author

আগুনের জিঞ্জির

কাফন চোর বলছে, একবার আমি একটি কবর খনন করে দেখলাম, মৃত ব্যক্তির ভয়ংকার কালো চেহারা। তাঁর হাত পায়ে আগুনের শিকল পরানো এবং তাঁর মুখ দিয়ে রক্ত এবং পুঁজ বের হচ্ছে, আর তা এতই দুর্গন্ধ যে, বেহুঁশ হবার অবস্থা। এ ভীতিজনক অবস্থা দেখে আমি পালানোর জন্য পা বাড়ালাম। এমন সময় লাশ কথা বলতে শুরু করল। আমাকে বলল, তুমি পালাতে চাও? শোন, আমাকে কোন গুনাহের জন্য এ শাস্তি দেওয়া হচ্ছে? আমি মুর্দার কথা শুনে সোজা হয়ে দাঁড়িয়ে গেলাম।

সমস্ত সাহস একত্রিত করে কবরের কাছে গেলাম। যখন কবরের কাছে উঁকি দিলাম, দেখলাম আযাবের ফেরেস্তা লাশের ঘাড়ে আগুনের শিকল পরিয়ে বসিয়ে রেখেছে। আমি লাশকে জিজ্ঞাসা করলাম, তুমি কে? সে জবাব দিল আমি অমুকের ছেলে অমুক। কিন্তু আফসোস! আমি মদ পান করতাম এবং জেনা করতাম। এ অবস্থায় আমার মৃত্যু হয়। আর এখন এর আযাব ভোগ করছি।

Written By

More From Author

You May Also Like

ভাঙ্গা খেলনার গল্প

রাতুল ছিল তার বাবা-মায়ের একমাত্র আদরের সন্তান। তার কোনো কিছুরই অভাব ছিল না। সে যা…

সীতাভোগ খাওয়ার জ্বর

গোপাল আর তার প্রাণের বন্ধু নেপাল নৌকায় করে একবার চাঁদপুর যাচ্ছিল। নৌকোয় ছয়জন মাঝি ছাড়া…

লোকসান দু’পয়সা

গোপাল একবার নদীর ঘাটে ঘাটের ইজারা নিয়েছিল। নদীর ফেরী ঘাটের ইজারাদার গোপাল ভাড়া ছয় পয়সা…