Categories রূপকথা

অর্থহীন পরীক্ষা

প্রাচীনকালে সিংহপুরীর রাজা ছিল কাঞ্চনবর্মা। রত্নপ্রভা নামে তার একটি মেয়ে ছিল। মেয়ের বিয়ের বয়স হওয়ার পর হঠাৎ কাঞ্চনবর্মার মৃত্যু হল। দেশ শাসন করার সমস্ত ক্ষমতা রত্নপ্রভা নিজের হাতে নিল। শাসন চালাতে সে যে ভালোভাবেই পারে তা কিছুদিনের মধ্যেই প্রমাণ করল। তার ধারনা ছিল, প্রচাদের অসুবিধা যত দ্রুত দূর করা যায় ততই মঙ্গল। বিজয়পুরের রাজা রবিবর্মা রত্নপ্রভাকে বিয়ে করার প্রস্তাব পাঠাল। রবিবর্মার ধারণা ছিল রত্নপ্রভাকে বিয়ে করলে সে সিংহপুরী এবং বিজয়পুরের রাজা হতে পারবে। আর তার চেয়ে বড় কথা রত্নপ্রভার মতো যোগ্য শাসক পাশে থাকলে দেশ শাসন করা অনেক সহজ হয়। রবিবর্মা দূতের মাধ্যমে প্রস্তাব না পাঠিয়ে একদিন নিজেই ছদ্মবেশ ধারণ করে রত্নপ্রভার কাছে গিয়ে তার মনের কথা খুলে বলল।

তার কথা শুনে রত্নপ্রভা বলল, “আপনি যে আমাকে বিয়ে করার প্রস্তাব করেছেন এতো আমার সৌভাগ্য। তবে আমাকে যিনি বিয়ে করবেন তাকে ছোট একটা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আপনি কি তাতে রাজী আছেন?” জবাবে রবিবর্মা বলল, “রাজী না হওয়ার কোন কারন নেই। এখন কি ধরনের পরীক্ষা দিতে হবে সে কথা জানতে পারলে খুব সুবিধা হত।” “পরীক্ষাটা তেমন একটা কিছু নয়। হিমালয়ে শঙ্খবৃক্ষ নামে একটি গাছ আছে। সেই গাছ থেকে ফুল পেড়ে এনে দিতে হবে।” বলল রত্নপ্রভা। “ও, এই পরীক্ষা? ঠিক আছে।” এই বলে রবিবর্মা রওনা হয়ে গেল। ঘোড়ায় চেপে হিমালয়ের কাছে কিন্তু কয়েকশ ক্রোশ খুঁজেও এমন একজনকে পেল না যে শঙ্খবৃক্ষ চেনে। এমন কি গাছটা যে হিমালয়ের কোনদিকে থাকতে পারে তারও সন্ধান কেউ দিতে পারল না। হিমালয়ের বিভিন্ন অংশে ঘুরে ঘুরে শঙ্খবৃক্ষের সন্ধান রবিবর্মা পেল না। ইতিমধ্যে অনেক মাস কেটে গেছে। শেষে বাধ্য হয়েই ফিরতে হল। ফেরা পথেই রবিবর্মা জানতে পারল যে তার প্রতিবেশী রাজা তার দেশ আক্রমন করে দখল করে নিয়েছে।

রবিবর্মা বুঝল, দেশরক্ষার সুব্যবস্থা না করে হঠাৎ এভাবে হিমালয়ে চলে যাওয়া তার ঠিক হয়নি। বেগতিক দেখে সে আর নিজের দেশে না ফিরে সোজা রত্নপ্রভার কাছে গিযে সমস্ত ঘটনা জানাল। রত্নপ্রভা তার প্রতি সহানুভূতিশীল হয়ে বলল, “আপনি দুঃখ করবেন না, আমি শুনেছিলাম যে আপনার প্রতিবেশী রাজা আপনার অনুপস্থিতির সময় আপনার দেশ আক্রমন করে দখল করে নিয়েছে। তবে সেজন্য দুশ্চিন্তার কিছু নেই, আমার সেনাবাহিনী আপনার শত্রুকে হটিয়ে আপনার দেশ উদ্ধার করে আপনার হাতে তুলে দেবে।” রত্নপ্রভা যা বলল তাই করল। যুদ্ধ করে তার হাতে ঐ দেশটাকে আবার তুলে দিয়ে রত্নপ্রভা বলল, “এবার থেকে আপনি মন দিয়ে দেশ শাসন করুন।” বেতাল এই কাহিনী শুনিয়ে বলল, “রাজা, রত্নপ্রভা যেভাবে রবিবর্মাকে পরীক্ষা করল তার কি কোন মানে হয়? সে যখন রবির্বমার দেশটাকে উদ্ধার করে তার হাতে তুলে দিল তখন কি তার উচিৎ ছিল না তাকে বিয়ে করা? প্রশ্নের জবাব জানা সত্ত্বেও যদি না দাও তাহলে তোমার মাথা চৌচির হয়ে যাবে।” জবাবে রাজা বিক্রমাদিত্য বললেন, “রত্নপ্রভা রাজনীতি বুঝত। সে বুঝতে পেরেছিল রবিবর্মা কেন তাকে বিয়ে করতে চাইছে।

এই বিয়ের উদ্দেশ্য যে ভালবাসা সনয়, একটি দেশ পাওয়ার লোভ তা সে ভালভাবেই বুঝতে পেরেছিল। রত্নপ্রভা তাকে বাজিয়ে দেখল তার মধ্যে দেশ শাসন করার দক্ষতা কতখানি আছে। এই পরীক্ষা করার জন্যই সে এমন একটি গাছের নাম বলল যে নামে পৃথিবীতে কোন গাছ নেই। তার যা জানার ছিল তা জানা হয়ে গেল। রবিবর্মা ফিরে আসার পর তার দেশ উদ্ধার করে তার হাতে তুলে দিল। এইভাবে পরীক্ষা করে সে বুঝল যে তার স্বামী হওয়ার যোগ্যতা রবিবর্মার নেই।” এইভাবে রাজা বিক্রমাদিত্য মুখ খোলার সঙ্গে সঙ্গে বেতাল শব নিযে আবার ফিরে গেল সেই গাছে।

আরো পড়তে পারেন...

সরকার সাহেবের গাধা || হুমায়ূন কবীর ঢালী

হেলাল সরকারের একটা পোষা কুকুর আর একটা গাধা আছে। কুকুরটা খুবই স্নেহবৎসল। বিশ্বস্তস্ন। সব সময়…

নাইটিঙেল পাখির কথা — হ্যান্স অ্যান্ডারসন

চীন-সম্রাটের প্রাসাদের মতো চমৎকার প্রাসাদ পৃথিবীতে আর একটিও ছিল না। আগাগোড়া মিহি চীনে-মাটির তৈরি, এমনি…

কুহক জাতক

এক গ্রামে এক ধূর্ত সাধু থাকত। ঐ গ্রামের জমিদার সাধুর ভেলকি দেখে ভুলে যায়। সে…