wi-fi বিড়ম্বনা !

এক লোকের ফোনে
ম্যাসেজ এলো…..
“সরি স্যার,
আমি আপনার
“WIFE” কে ব্যবহার
করেছি।
দিন রাত যখনই সময়
পেয়েছি,
তখনই ব্যবহার
করেছি। বিশেষ
করে আপনি যখন
বাড়ি থাকেন না।
যতটা ব্যবহার
আমি করেছি ততটা বোধহয়
আপনিও
করতে পারেন নি।
কিন্তু, আমি এখন
আমার ভুলের
জন্যে খুবই লজ্জিত।
পারলে
আমাকে ক্ষমা করে দেবেন।”
ম্যাসেজটা পড়ে লোকটি খুব
রেগে গেল…,
সে রিভালবার বার
করে তার
বৌ কে গুলি করে মেরে দিল।
কিছুক্ষন পর
লোকটির আবার
ম্যাসেজ এলো…..
“সরি স্যার, ভুল
হয়ে গেছে,
.
“WI FI”
লিখতে গিয়ে “WIFE”
লিখে ফেলেছি।
সামান্য একটু ভূল
অনেক বিপদ
ঘঠাতে পারে !!

–সংগৃহীত

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভানুধ্যায়ী এবং সম্মানিত অবদানকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুঃখিত!