আসহাবে কাহাফের সংখ্যা
আসহাবে কাহাফের সংখ্যা কতজন ছিল তা কেউ জানে না। এ মর্মে পবিত্র কোরআনে বর্ণিত আছে, “কেউ বলে যে, তাদের সংখ্যা ছিল তিন, চতুর্থ হল তাদের কুকুর। আর কেউ বলে যে, তাঁরা পাঁচ জন, ষষ্ঠ হল তাঁদের কুকুর। এসব অনুমান হল অন্ধকারে ঢিল ছোঁড়ার ন্যায়। আবার কেউ বলে তাঁরা ছিলেন সাতজন, আর অষ্টম ছিল তাঁদের কুকুর। … বিস্তারিত পড়ুন