টাইহ্যাং পর্বতের নীচে লি জিয়াং নামের এক লোক দাঁড়িয়ে ছিল। লি দেখলো, এক লোক ঘোড়ার গাড়িতে চড়ে উত্তর দিক বরাবর খুব দ্রুত ছুটে চলেছে। কৌতূহলবশত, লি ঘোড়ার গাড়িচালককে ইশারায় থামিয়ে জিজ্ঞাসা করলেন, “আপনি কোথায় যাচ্ছেন?” ঘোড়ার যাত্রী উত্তর দিলেন, “আমি চু প্রদেশে যাচ্ছি।” লি বললেন, “চু প্রদেশ তো দক্ষিণ দিকে, আপনি তো উত্তর দিকে যাচ্ছেন। এদিকে গেলে তো আপনি চু প্রদেশে পৌঁছাতে পারবেন না।” যাত্রী তার কথা কানে না তুলে বললেন, “আমার ঘোড়া বেশ শক্তিশালী এবং অনেক দ্রুত দৌড়াতে পারে। আমি অবশ্যই পৌঁছাতে পারবো।” লি অবাক হয়ে বললেন, “আপনার ঘোড়া যত দ্রুত ছুটবে, আপনি চু প্রদেশ থেকে তত দূরে সরে যাবেন।” যাত্রী হেসে বলে উঠলেন, “এটা কোনো ব্যাপার না, আমার গাড়ির চালক বেশ দক্ষ। সে খুব ভালো ঘোড়ার গাড়ি চালায়।” এই বলে তিনি তার চালককে এগোনোর নির্দেশ দিলেন। চালকও তার মালিকের হুকুম পেয়ে চাবুক মেরে হৈ হৈ করে এগিয়ে গেলো দ্রুত বেগে। পেছন থেকে লি চেঁচিয়ে বললেন, “আপনার চালক যতই দক্ষ হোক না কেন, চু প্রদেশ তো দক্ষিণে, ফেলে উত্তরে গিয়ে আপনি সঠিক জায়গায় পৌঁছাতে পারবেন না।” কিন্তু কে শোনে কার কথা? গাড়ি ততক্ষণে চলে গেছে অনেক দূর।
নীতিকথা: ভুল পথে এগিয়ে কখনোই কেউ তার গন্তব্যে পৌঁছাতে পারে না।