এক পেয়ালা দুধে বরকত
হযরত আবূ হোরায়রা (রাঃ) বলেন, একদিন আমি অভুক্ত ছিলাম। রাসূলুল্লাহ (সাঃ) আমাকে সাথে করে তাঁর বাড়ীতে নিয়ে গেলেন। ঘরে কোথা হতে এক পেয়ালা দুধ হাদিয়া এসেছিল। তিনি আসহাবে সোফফাদেরকে ডেকে আনতে আমাকে নির্দেশ দিলেন। আমি মনে মনে বলতে লাগলাম, এক পেয়ালা দুধে এত মানুষের কি হবে। ওটুকু কেবল আমাকে দিলে আমি তৃপ্তির সাথে পান করতাম … বিস্তারিত পড়ুন