নীলচরের ভূত —- হূমায়ুন কবীর ঢালি
এক বিলের নাম নীলচর। এলাকার মানুষজনের ভাষায় নীলচর বিল। জমির মানচিত্রের ভাষায় এর নাম নীলের চর মৌজা। কিশোর মুন্না এটাকে বলে নীলবিল। মাঝেমাঝে ছন্দ মিলিয়ে বলে, নীলের চর বিল মাছের কিলবিল। এলাকারলোকজন এই বিলে মাছ ধরতে যায়না। কারন, নীলচরের বিলে রয়েছে ভূতের উৎপাত। কেউ যদি মাছ ধরতে যায় তাহলে নাকি ভূতেরা দূর থেকে ঢিল ছোঁড়ে। … বিস্তারিত পড়ুন