Categories রূপকথা

ফানকুর আকাশ ও পৃথিবী সৃষ্টির কাহিনী –চীনা উপকথা

চীনের একটি উপকথায় বলা হয়েছে , হাজার হাজার বছর আগে কোনো আকাশ ও পৃথিবী ছিলো না । গোটা মহাকাশ একটি বড় ডিমের মতো ছিলো । ডিমের ভিতরে গাঢ অন্ধকার , কোনো উপর-নীচ ,বাম-ডান , পূর্ব-পশ্চিম ও দক্ষিণ-উত্তর ছিলো না। কিন্তু এই ডিম এক মহান বীর তৈরী করেছেন । এই বীর হলেন ফানকু । ফানকু বড় ডিমে ১৮ হাজার বছর ছিলেন । একদিন ফানকু ঘুম থেকে জেগে চোখ খুলে দেখলো চার পাশে অন্ধকার । তিনি প্রচন্ড গরমে শ্বাস নিতে পারেন না , তিনি দাড়াতে চান , কিন্তু ডিমের খোসায় তিনি হাত পা নাড়তে পারেন না । ফানকু রাগ করে ডিমের মধ্যে রাখা একটি কুঠার তুলে ডিমের খোসা ভেঙ্গে দিলেন ।

এক প্রচন্ড শব্দে এই ডিমের হালকা তরল পদার্থ উপরে উঠে আকাশে পরিণত হয় আর বাকী ভারী জিনিস নীচে পড়ে পৃথিবীতে পরিণত হয় । ফানকু কুঠার দিয়ে আকাশ ও পৃথিবী সৃষ্টি করে আনন্দবোধ করেন । তিনি ভয় করেন , আকাশ ও পৃথিবী আবার এক হয়ে যাবে । তাই তিনি আকাশ ও পৃথিবীর মধ্যে দাঁড়িয়ে মন্ত্র পড়ে নিজের শরীর আরো লম্বা করার ইচ্ছা প্রকাশ করেন । প্রতিদিন তার শরীরের উচ্চতা তিন মিটারের বেশী বাড়ে । এর সঙ্গে সঙ্গে আকাশ ও পৃথিবীর দূরত্বও তিন মিটার বাড়ে । এই ভাবে ১৮ হাজার বছর পর ফানকুয়ের শরীরের উচ্চতা আর আকাশ ও পৃথিবীর মধ্যে দূরত্ব ৪৫ হাজার কিলোমিটার হয় , এই সময় ফানকু নিশ্চিন্ত হলেন যে আকাশ ও পৃথিবী আর এক হতে পারবে না । এই কাজ করে এই বীরের গায়ে আর কোনো শক্তি অবশিষ্ট থাকে না । তিনি মাটিতে পড়ে মৃত্যুবরণ করেন ।

মৃত্যুর আগে ফানকুর বাঁ চোখ লাল সুর্যে পরিণত হয় , ডান চোখ রুপালী চাঁদে পরিণত হয় । তার শেষ নিঃশ্বাস বাতাস ও মেঘে পরিণত হয় , তার শেষ ডাক বজ্রপাতে পরিণত হয় । তার চুল ও দাড়ী আকাশের তারায় পরিণত হয় , মাথা ও হাত-পা পৃথিবীর চার মেরু ও পাহাড়ে পরিণত হয় । তার রক্ত পৃথিবীর নদী ও হ্রদে পরিণত হয় । তার গায়ের হাড়ের সঙ্গে জড়িত শিরাগুলো রাস্তায় পরিণত হয় । তার মাংসপেশী উর্বর চাষের জমিতে পরিণত হয় । তার গায়ের চামড়া ফুল ,ঘাস ও গাছে পরিণত হয় । তার দাঁত ও হাড় সোনা, রুপা , তামা ও লোহা ও দামী পাথরে পরিণত হয় । তার ঘাম বৃষ্টিতে পরিণত হয় । সেই থেকে পৃথিবীর সুচনা হয়

আরো পড়তে পারেন...

মহাসংকটে পুরন্দর

পুরন্দরের আজ বড়ই দুর্দিন। এমন ঘোর বিপদে সে বহুকাল পড়েনি। স্যান্যালবাবুদের ছোট ছেলে রাজুকে ভীমরুলের…

বাঘ শিকার

বড়মামার বাড়িতে যাওয়ার জন্যে আমি খুব বায়না করতাম। শুধু আমি নই, আমার সব মাসতুতো ভাইবোনেরা…

রাক্ষস আর রাখালের গল্প

এক দেশে এক রাখাল ছিল। সে খুব সহজ সরল আর প্রান চঞ্চল বালক ছিল। সে…