স্বামীকে উপদেশ দান-পর্ব ১
একদা আছিয়া তাঁর কক্ষে আরাম কেদারায় বসে স্বীয় চুল আঁচড়াতেছিলেন। তাঁর মনে কোনরূপ শান্তি ছিল না। স্বামীর অধর্মাচারণ, তাঁর নিজের প্রতি স্বামীর অসহ্য নির্যাতন তাছাড়া নির্দোষ হতভাগ্য বনী ইসরাঈলদের প্রতি অমানুষিক অত্যাচার প্রভৃতি তাঁর মনটিকে একবারে বিষাক্ত করে তুলেছিল। তিনি চক্ষের পানি বইয়ে ক্রন্দন করছিলেন। এখন তিনি দিবানিশি প্রায় চব্বিশ ঘন্টাই এভাবে ক্রন্দন করেন। রাত্রে … বিস্তারিত পড়ুন