মানুষরূপী কাকের গল্প
ফরিদ আলীর টিনের চালে ১০-১২টা কাক সমস্বরে ডাকছে। দুপুরবেলার কাঁচা ঘুম ভেঙে যাওয়ায় মহা বিরক্ত হল ফরিদ আলী।হুই-স-স-স-স-স করে মুখ দিয়েই জোরে শব্দ করার চেষ্টা করল সে—শব্দ শুনে কাকগুলো যদি পালায়।ফরিদ আলীর শব্দ শুনে কাকগুলো মনে হয় উৎসাহ পেল। কা কা শব্দে ঘরে টেকাই দায় হয়ে পড়ল। প্রচণ্ড অনিচ্ছা নিয়ে বিছানা থেকে নামল ফরিদ আলী। … বিস্তারিত পড়ুন