সে — রবীন্দ্রনাথ ঠাকুর– একাদশ অংশ
কোন্ কলেজের জন্যে বই লিখছ। তোমার আবার কলেজ কোথায়, তা ছাড়া কখনো তো দেখি নি ঐ-রকমের বই খুলতে। তুমি তো লেখ কেবল ছড়া। স্পষ্ট জবাব না দিয়ে একটুখানি হাসলুম। আচ্ছা দাদামশায়, তুমি কি সংস্কৃত জান। দেখো পুপুদিদি, এরকম প্রশ্নগুলো বড়ো রূঢ়। মুখের সামনে জিগেস করতে নেই। ৯ সকালবেলায় পুপেদিদি উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করলে , দাদামশায় … বিস্তারিত পড়ুন