HOLLYWOOD ROOSEVELT HOTEL (LOS ANGELES, USA)

এই হোটেলটির যাত্রা শুরু হয় ১৯২৭ সালে । রুসভেল্ট হোটেল নামে পরিচিত এই হোটেলটি লস অ্যাঞ্জেলসের যত হোটেল আছে তাদের মধ্যে অন্যতম একটি জনপ্রিয় ও বিলাসবহুল হোটেল । হলিউডের দুনিয়া কাঁপানো সব বড় বড় তারকারা আসতেন এখানে থাকার জন্য । এই হোটেলের জাঁকজমকপূর্ণ TEDDY’S NIGHTCLUB এখনও তরুণদের আকৃষ্ট করে চুম্বকের মতো ।
এতক্ষণ তো হল পরিচিতি এবার আসি এই হোটেলের ভূতুড়ে ব্যাপারে । এই হোটেলটি খুব আশ্চর্যজনক ভাবে পরিচিত তার সব বড় বড় তারকাদের আত্মাদের জন্য । যারা এক সময় পৃথিবী মাতিয়েছে । এদের মধ্যে MERILYN MONROE এবং MONTGOMERY CLIFT এর আত্মাদের উপস্থিতি খুব চোখে পড়ার মতো । এখানে যে সব ভূতুড়ে ঘটনা আলোড়ন তুলেছিল …
# মেরিলিন মনরো এর আত্মা একবার দেখা গিয়েছিলো ২২৯ নং রুমের আয়নায় এছাড়াও হোটেলের বল রুমেও তাকে নাচতে দেখা গিয়েছিলো ।
# ধারণা করা হয় ক্লীফট এর আত্মা ৯২৮ নং রুমকে ভূতুড়ে করে রেখেছে যেখানে ক্লীফট তার From Here to Eternity মুভিটি করেছিলেন এবং রহস্যজনক ভাবে এখনও ঐ রুমে তার ট্রামপ্ট খেলার আওয়াজ পাওয়া যায় ।
# একবার ৯২৮ নং রুমে থাকাকালীন অবস্থায় এক লোক অভিযোগ করেছিলেন যে তিনি যখন রুমে বিছানায় শুয়ে বই পড়ছিলেন তখন হঠাৎ কে যেন তার কাঁধে হাত রাখে যদিও ওই রুমে তিনি একাই থাকতেন ।
# এই হোটেলের একটি বল রুম আছে যার নাম ব্লসম বল রুম এই রুমটির তাপমাত্রা অত্যন্ত রহস্যজনক ভাবে অন্যান্য যেকোনো রুম থেকে ১০ ডিগ্রী কম ।
# একবার একজন সাদা পোশাক পরিহিত লোককে দেখা গিয়েছিল বল রুমের পিয়ানোর পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় তখন সেখানে অনেকে ছিলেন এবং সবাই ওই লোকটাকে দেখেছিলেন তারা যখন ওই লোকটার সামনে যান তখন ওই লোকটা সবার চোখের সামনে হাওয়ায় মিলিয়ে যায় ।
# খুবই স্বনামধন্য একজন তারকা ক্যারল লমবার্ড এর আত্মা বহুবার দেখা গেছে এই হোটেলের ১২ তলার বিভিন্ন জায়গায় যেখানে তিনি ও তার স্বামী মাঝে মাঝে থাকতেন ।
# Saturday night live cast এর সদস্য এনা গাস্টিভার একবার এই হোটেলে থাকতে আসেন । তিনি যাওয়ার সময় কিছু অভিযোগ করে যান যেমন , তিনি একদিন রাতে উঠে দেখেন যে বল রুমের পিয়ানোটা নিজে নিজে বাজছে এছাড়াও তিনি একজন পরিচারিকাকে দেখতে পান হল রুমে কিন্তু সেই পরিচারিকা বহু আগেই মারা গেছেন ।
# একবার হোটেলের পুলে প্রহরীরা তাদের সি সি ক্যামেরাতে এক অশরীরীর উপস্থিতি দেখতে পায় তারা দৌড়ে পুলে যায় কিন্তু সেখানে কাউকে দেখতে পায় না কিন্তু আশ্চর্যের ব্যাপার হল সি সি ক্যামেরাতে তখন ওই অশরীরীকে দেখা যাচ্ছিল
# এছাড়াও হোটেলের লবির সামনে একটি ঝর্ণা আছে যার সামনে প্রায়ই ক্যারোলিন নামক এক ছোট বালিকাকে গান গাইতে ও দড়ি লাফাতে দেখা যায়
# মাঝে মাঝে হোটেলের অতিথিরা তাদের রুম ছেড়ে বাহিরে বের হলে এসে দেখতে পান তাদের রুম ভেতর থেকে কে যেন লক করে দিয়েছে ।

"আলোর পথ"-এ প্রকাশিত গল্পসমূহ ও লেখনী মূলত পাঠক, শুভাকাংখী এবং সম্মানিত আবেদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে। এই কনটেন্টগুলোর উপর আমরা কোনো মেধাসত্ত্ব (copyright) দাবি করি না। যদি কোনো গল্প, ছবি বা তথ্যের কপিরাইট সংক্রান্ত বিষয়ে আপনার প্রশ্ন, সংশয় বা আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পৃষ্ঠায় যোগাযোগ করুন। আমরা যথাযথ আইনানুগ পদ্ধতিতে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

দুঃখিত!