ওহুদের দিন নবী কারীম (সাঃ )-এর কষ্ট সহ্য করা – পর্ব ১
হজরত আনাস (রাঃ) ওহুদের যুদ্ধের দিন রাসূল (সাঃ)-এর সামনের নিচের দাঁত মুবারক শহীদ হইয়াছিল। তিনি আপন চেহারা মুবারক হইতে রক্ত মুছিতেছিলেন এবং বলিতেছিলেন, সেই জাতি কিভাবে কল্যাণ লাভ করিবে যাহারা তাহাদের নবীর মাথা যখম দিয়াছে এবং তাঁহার দাঁত ভাঙ্গিয়া দিয়াছে, অথচ তিনি তাহাদিগকে আল্লাহর প্রতি আহবান জানাইতেছেন। এই পরিপ্রেক্ষিতে কোরআনের এই আয়াত নাযিল হইল – … বিস্তারিত পড়ুন