আনসারদের জন্য দোয়া
হযরত আনাস ইবনে মালেক (রাঃ) বলেন, আনসারদের জন্য যখন উট দ্বারা পানি সেচের কাজ ও উহার পিঠে পানি বহন করিয়া আনা কষ্টকর হইয়া পড়িল, তখন তাহারা নবী মুহাম্মাদ (সাঃ) এর নিকট সমবেত হইয়া এই আবেদন পেশ করিবার ইচ্ছা করিল যে, তাহাদের জন্য তিনি একটি নহর খনন করিয়া দেন যাহাতে সারা বছর পানি প্রবাহমান থাকে। মুহাম্মাদ … বিস্তারিত পড়ুন