অতি লোভের পরিনাম
এক পাহাড়ের নিচে একটা জলাশয় ছিল, সবসময় জলে ভরে থাকতো। মাছেই ভরে থাকত পুকুরটা।মাছগুলির সঙ্গে থাকতো কিছু কাঁকড়া। বক, চিল সব এদিক-ওদিক ঘুরে বেড়াতো, মাছ ধরতো, কাঁকড়া ধরতো আর খেতো। একদিন একটা বুড়ো বক এক পায়ে দাঁড়িয়ে কাঁদছিল। এমন সময় একটা দাঁড় বেয়ে বেয়ে সে পথ দিয়ে যাচ্ছিল। বকের কান্না দেখে সে থমকে দাঁড়াল। বলল, … বিস্তারিত পড়ুন