অন্ধের বর চাওয়া–সুকুমার রায়
অতি গরিব এক অন্ধ। তার ভারি দুঃখ—তার ঘরবাড়ি নেই, টাকা-পয়সা নেই, ছেলেপিলে নেই, আর সে চোখে দেখতে পায় না। মনের দুঃখে অনেক কষ্টে তার দিন কাটে। একদিন স্বর্গ থেকে দেবদূত এসে বললেন, “ওরে অন্ধ, তুই আর কাঁদিস নে, আমি তোকে বর দিতে এসেছি। তুই কী বর চাস আমায় বল। একটিমাত্র বর তুই পাবি, সুতরাং ভালো … বিস্তারিত পড়ুন