এক ঠকের পাল্লায় তিন ঠক —জসিম উদ্দিন– তৃতীয় পর্ব
এদিকে বুড়ো খুশিতে নাচতে নাচতে বাড়ির পথে চলেছে। আর মনে মনে ভাবছে, সে বুড়িকে অবাক করে দেবে যে, দশ টাকায় সে কত বড় ছাগল কিনে এনেছে। বুড়ি তাকে সব সময় অকর্মা আর বোকা বলে গালি দেয়। এবার সে দেখিয়ে দেবে যে, সে কত বড় একটা কাজ করেছে। অল্প টাকা দিয়ে কত বড় ছাগল এনেছে। এমনি … বিস্তারিত পড়ুন