কাঠুরিয়ার গল্প
এক কাঠুরিয়া বনে নিয়মিত কাঠ কাটিতে যাইত। ওনার উপার্জনের জন্য ব্যবহৃত কুড়ালটি একবার পাশের হ্রদের পানিতে পড়িয়া গিয়াছিল। কাঠুরিয়াকে অত্যন্ত মন খারাপ করিয়া পানির ধারে কান্নাকাটি করিতে দেখিয়া এক দেবী আসিয়া তাহার দুঃখের কথা জিজ্ঞাসা করিলেন। কাঠুরিয়া ইনিয়ে বিনিয়ে তাহার কুড়াল হারানোর গল্প বলিলেন। দেবী আশ্বাস দিলেন, “তুমি দুঃখ করিও না, আমি এই পানির ভেতরেই … বিস্তারিত পড়ুন