উচিত শিক্ষা— মোবারক হোসেন
শীতকালীন মহড়ায় একদল সেনাবাহিনী সকালে রাস্তা দিয়ে দৌড়াচ্ছিল্।মেজর,কর্নেল এরা আগে আগে আর অনেকটা পিছনে সৈনিক দল।রাস্তার পাশে জমে থাকা জলে একদল কিশোর খেলা করছিল। ইউনিফর্ম পড়া মেজর,কর্নেলদের দেখে তারা তাদের সাথে দুষ্টামী করে কাদা জল ছিটিয়ে দিল। গায়ে কাদা লাগায় তারা দাড়িয়ে গেল।তারপর বালকদের ডেকে বলল তোমরা ভাল ছেলে।তোমাদের সবাইকে একশত টাকা করে দিলাম।তোমরা চকলেট … বিস্তারিত পড়ুন