উত্তরে ছুটে দক্ষিণে যাওয়া
টাইহ্যাং পর্বতের নীচে লি জিয়াং নামের এক লোক দাঁড়িয়ে ছিলো। লি দেখলো এক লোক ঘোড়ার গাড়িতে চড়ে উত্তর দিক বরাবর খুব দ্রুত ছুটে চলেছে। কৌতুহলবশত লি ঘোড়ার গাড়িচালককে ইশারায় থামিয়ে জিজ্ঞাসা করলেন, “আপনি কোথায় যাচ্ছেন?” ঘোড়ার যাত্রী উত্তর দিলেন, “আমি চু প্রদেশে যাচ্ছি।” লি বললেন, “চু প্রদেশ তো দক্ষিণ দিকে, আপনি তো উত্তর দিকে যাচ্ছেন। … বিস্তারিত পড়ুন