গল্প নয়
একটি গল্প বলি। গল্প নয়, আসলে সত্য ঘটনা বিবৃত হয়েছে। কিন্তু ঘটনা যে সত্য এ সম্বন্ধে কোন সাক্ষী নেই। তবু চলে আসছে আবহমান কাল থেকে। কেউ কেউ বলেন, কেচ্ছাটি আমার সপ্তম পূর্বতন পুরুষ সোনারগাঁওয়ের দরবারের প্রধান কাজি সিরাজুদ্দীন আদেল মরহুম মাগফুরের সময়ে অনুষ্ঠিত একটি লোক মুখে বানানো কথার কথা। কাজি সাহেব খুবই ন্যায়পরায়ণ ছিলেন। তখনকার … বিস্তারিত পড়ুন