বেজি, সাপ ও ইঁদুরের দল
এক বাড়িতে অনেক ইঁদুর আস্তানা গেড়েছিল। ইঁদুরের লোভে সেই বাড়িতে একদিন এসে জুটলো এক সাপ আর এক বেজি। বেজি সাপে জাত শত্রুতা। প্রথম দু’চার দিন ইঁদুর নিয়ে ব্যস্ত থেকে নিজেদের শত্রুতার কথা তারা ভুলে ছিল। কিন্তু একদিন বেজি ইঁদুরদের ছেড়ে সাপকেই আক্রমণ করে বসল। সাপ বেজির লড়াই। কেউ কারুর চাইতে কম না। অনেক্ষণ ধরে চলল … বিস্তারিত পড়ুন