কবর নম্বর একশো
নফল নামাজ শেষে দু’হাত তুলে দোয়া করার সময় শহির উদ্দিনের দুচোখ দিয়ে অঝোরে পানি পড়তে থাকে। প্রতিবার কবর খুঁড়তে যাওয়ার আগে শহির উদ্দিন দু’রাকাত নফল নামাজ আদায় করে। শহির তার বাবার কাছে শুনেছিলো, যে ব্যক্তি একশোটা কবর খুঁড়বে সে বেহেশত পাবে। কথাটা সত্য কিনা শহির জানে না। বেশ কয়েকবার সে ভেবেছিলো ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে … বিস্তারিত পড়ুন