রাজা ও মন্ত্রী
প্রাচীনকালে এক রাজা ছিল। তার দৃষ্টিতে সে বেশ ন্যায় নীতিবান এবং নিয়মনীতির ক্ষেত্রে বেশ কড়া ছিল। সুশৃঙ্খল জীবনযাপন করত সে। রাজার আশেপাশের কেউ যদি ছোটোখাটো ভুল ত্রুটিও করত ক্ষমা করত না। যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করত। এমনকি প্রয়োজন মনে করলে কারাগারে বন্দি করে রাখত। শাসনকাজে কঠোর এই রাজার ক’জন মন্ত্রী ছিল বেশ জ্ঞানী এবং কূটনৈতিক বুদ্ধিসম্পন্ন। … বিস্তারিত পড়ুন