যোগাযোগ–৫১ তম অংশ– রবীন্দ্রনাথ ঠাকুর
শোবার ঘরে কুমু মোতির মাকে নিয়ে বসল। কথা কইতে কইতে অন্ধকার হয়ে এল, বেহারা এল আলো জ্বালতে, কুমু নিষেধ করে দিলে। কুমু সব কথাই শুনলে; চুপ করে রইল। মোতির মা বললে, “বাড়িকে ভূতে পেয়েছে বউরানী, ওখানে টিকে থাকা দায়। তুমি কি যাবে না?” “আমার কি ডাক পড়েছে?” “না, ডাকবার কথা বোধ হয় মনেও নেই। … বিস্তারিত পড়ুন